ভক্তের প্রশ্নে কিং খানের রসিক জবাব ভাইরাল নেট দুনিয়ায়

0
58

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

সামনে আইপিএল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দলগুলিই। এর মধ্যেই শাহরুখ খান নিজের টুইটার হ্যান্ডল থেকে ‘আস্ক এসআরকে’ প্রশ্ন-উত্তর রাউন্ড শুরু করেছিলেন। সেই সময় এক ভক্ত জিজ্ঞাসা করেন, কখন কেকেআর শুবমান গিলকে দলের নেতা ঘোষণা করবে? স্বভাবসিদ্ধ রসিকতায় শাহরুখ জবাব দেন, ‘যখন আপনাকে দলের হেড কোচ ঘোষণা করা হবে।’ যা সোশ্যাল মিডিয়ায় অতি দ্রুত ছড়িয়ে পড়ে। শাহরুখের এই প্রশ্ন-উত্তর নিজেদের টুইটারে শেয়ার করে কেকেআর। আর ছবির ক্যাপশনে লেখা, ‘দারুণ জবাব’। জুড়ে দেওয়া হয় ব্রেন্ডন ম্যাককুলামের ছবিও।

চিত্র সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

যিনি আবার প্রথমবার নাইটদের কোচ। সম্প্রতি ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন শুবমান গিল। নিউজিল্যান্ডে জাতীয় এ দলের হয়ে ভালোই খেলেছেন এই তরুণ তারকা। তবে কেকেআরের সিইও গালফ নিউজে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, “নেতা বদলের এমন কোনও পরিকল্পনাই নেই। আমাদের কোচ ব্রেন্ডন ম্যাককুলামের সঙ্গে প্রথম আলোচনা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে দীনেশ কার্তিককে ক্যাপ্টেন রেখেই টুর্নামেন্টে নামা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here