মনিরুল হক, কোচবিহারঃ
সারা রাজ্যের সাথে সাথে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। আর সেই সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা প্রশাসন। সেই কারণে সংক্রমণ ঠেকাতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের উদ্যোগে শহরে ভিড় এড়াতে শুক্রবার থেকে চালু হল সবজি ও কৃষি পণ্যের খুচরো ও পাইকারি নিলাম কেন্দ্র।
জানা গিয়েছে, মাথাভাঙ্গার শহর লাগোয়া পঞ্চানন মোড়ে আজ থেকে চালু হল সবজি ও কৃষি পণ্যের খুচরো ও পাইকারি নিলাম কেন্দ্র। শুক্রবার ভোরবেলা থেকে বিভিন্ন এলাকার কৃষকরা এসে তাদের কৃষিজাত পণ্য শাকসবজি এই বাজারে বিক্রয় করলেন। বিভিন্ন এলাকার পাইকাররা এসে কৃষকদের কাছ থেকে শাকসবজি ক্রয় করেছেন।
অনেকদিন থেকেই এই বাজার সরকারের পক্ষ থেকে তৈরি করা হলেও সেভাবে চালু হয়নি। কিন্তু করোনা পরিস্থিতিতে, অবশেষে মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদবের উদ্যোগে চালু হল মাথাভাঙ্গা ১ নং ব্লক কৃষক বাজারে খুচরো ও পাইকারি সবজি বাজারের নিলাম কেন্দ্র।
আরও পড়ুনঃ করোনা নিয়ে সচেতন করতে মাইক হাতে প্রচারে পুলিশ
মাথাভাঙ্গা ১ নং ব্লক কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সমীর রায় বলেন, “আজ থেকে সবজি বাজার চালু হল। পরবর্তীতে এর পরিধি বাড়বে বলে আমরা আশা করছি।”
কয়েকজন কৃষক এবং পাইকাররা বললেন, “করোনা মোকাবিলায় লকডাউনের ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে চকবাজারে কৃষি পণ্য বিক্রি করতে আসলাম, ভালই সাড়া মিলল।” আরেকটু প্রচার হলে আগামীকাল থেকে এই বাজারের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584