নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভুট্টা চুরি বন্ধ করতে প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রতিবাদী। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার কালনাগিন গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, আক্রান্ত ওই যুবককের নাম সুব্রত কান্তি বিশ্বাস।তিনি জমিতে বেশ কিছু ভুট্টা জমিয়ে রেখেছিলেন।
![islapur hospital | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2020/07/islapur-hospital-1.jpg)
সেখান থেকে কিছু প্রতিবেশী ভুট্টা সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদ করতে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুব্রতবাবুকে মারধর করা হয়। এই বিষয়ে ইসলামপুর থানায় ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের দাদা তুষার কান্তি বিশ্বাস।
আরও পড়ুনঃ করোনার লম্বা লাফ, দেশে একদিনে আক্রান্ত ৩২ হাজারের বেশি মানুষ
তিনি অভিযোগ করেন, প্রতিবাদ করায় প্রথমে তার ভাই সুব্রত কান্তি বিশ্বাসকে ওই প্রতিবেশীরা গালিগালাজ করে।তারপর তার উপর হামলা চালায়। আহত সুব্রতবাবুকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত নেমে দুই পক্ষের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584