মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা ভাইরাস হয়ত কোনোদিনই নির্মূল হবে না। এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। ভাইরাস কবে নির্মূল হবে, বুধবার সেই বিষয়ে ধারণা প্রকাশ করার ব্যাপারেও সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান। তিনি বলেছেন যে, প্রতিষেধক যদি পাওয়াও যায়, তবুও এই ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য ‘ব্যাপক প্রচেষ্টা’ চালাতে হবে।
বিবিসি বাংলার খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সারাবিশ্বে ৪৩ লক্ষের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় তিন লক্ষ মানুষ মারা গেছে। এহেন পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে অধিকাংশ দেশে লকডাউন চলছে। কোনো কোনো দেশে বিভিন্ন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। তবে এখন লকডাউন শিথিল করার পথে হাঁটছে অনেক দেশ।
There have now been over 4M #COVID19 cases across the world. Over the past week some countries have started lifting #StayHome orders & other restrictions in a phased way. @WHO outlined the 6 criteria they need to consider before lifting these restrictions.pic.twitter.com/uxhxJIbg0S
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) May 11, 2020
যেসব দেশ করোনা মোকাবিলায় চলা লকডাউন শিথিল করার কথা ভাবছে। সেইসব দেশের উদ্দেশ্যে তিনটি প্রশ্নের জবাব মেলানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা না হলে ভয়াবহ আকার নেবে করোনা। সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই তিনটি প্রশ্ন হল, ১) মহামারি নিয়ন্ত্রণে এসেছে কি না? ২) সংক্রমণ বাড়লে স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাড়তি চাপ নিতে সক্ষম কি না? ৩) জনস্বাস্থ্য নজরদারি ব্যবস্থা কি রোগী ও তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে ও সংক্রমণ বৃদ্ধি চিহ্নিত করতে সক্ষম?
আরও পড়ুনঃ ধাক্কা সামলাতে ভারত-সহ বিশ্বের ১১ দেশে আর্থিক প্যাকেজ
"Three questions countries need to answer before lifting lockdowns:
1. Is the epidemic under control?
2. Can the health system cope with a possible resurgence of cases?
3. Is there an ability to track and trace new cases and their contacts?"–@DrTedros of @WHO on #COVID19 pic.twitter.com/C820VE5yYC
— UN Geneva (@UNGeneva) May 11, 2020
এর আগেও করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আরোপ করা লকডাউন বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষেত্রে ছয়টি পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ওই ছয়টি পরামর্শের সঙ্গে যুক্ত হয়েছে এই তিনটি প্রশ্ন।
জেনেভার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডা. রায়ান বলেন, “করোনা ভাইরাস আমাদের জাতিগত রোগ হিসেবে আমাদের সাথেই থাকতে পারে এবং হয়তো কখনোই নির্মূল হবে না। এইচআইভি-ও নির্মূল হয়নি। কিন্তু আমরা ঐ ভাইরাসের সাথে সহাবস্থান অজর্ন করতে পেরেছি।” অর্থাৎ এখনই করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাবে না বিশ্ব। শুধু এখন নয় সমগ্র বিশ্বে এই মারণ ভাইরাস চিরকালের জন্য স্থায়ী হতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584