নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গোয়ার কোলভা সমুদ্র সৈকতে দুই নাবালিকার ধর্ষণের ঘটনায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রশ্ন মেয়েরা কেন রাতে বিচে ঘুরে বেড়ায়! মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত-এর এই বক্তব্যে তুমুল উত্তপ্ত হয়ে উঠেছে গোয়া বিধানসভা। বিরোধীদের অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর না দিয়ে মেয়েদের জীবন যাত্রা কেমন হওয়া উচিত সে নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী!
বৃহস্পতিবার গোয়া বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন নাবালিকা ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন সমুদ্র সৈকতে পার্টি করতে যায় ১০ জন। তাদের মধ্যে ছ’জন বাড়ি ফিরে গেলেও বাকি দুটি ছেলে ও দুটি মেয়ে সারারাত সৈকতে ছিল। ১৪ বছরের মেয়েরা সারারাত সৈকতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ালে তাদের অভিভাবকদের উচিত খোঁজ নেওয়া। রাতে মেয়েরা সৈকতে কেন ঘোরে? এ বিষয়ে তাঁদেরও দায়িত্ব। সব দায়িত্ব পুলিশের উপর ছেড়ে দেওয়া ঠিক নয়।
আরও পড়ুনঃ তেলেগুতে বৈবাহিক মামলার মীমাংসা করলেন প্রধান বিচারপতি, বেনজির ঘটনা সুপ্রীম কোর্টে
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই সরব বিরোধীরা। গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই বলেন, এটাই তো গোয়ার বৈশিষ্ট! এখানে সকলে সমুদ্র সৈকতে আনন্দ করতেই আসেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ওনার বলা উচিত ছিল এই রাজ্য এত সুরক্ষিত যে সকলে রাতেও বেড়াতে পারেন। তার পরিবর্তে উনি মেয়েদের চরিত্র নিয়েই প্রশ্ন তুলছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের পর্যটন ব্যবসা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584