রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বেলডাঙার পাওয়ারহাউজ পাড়ার নিবাসী আবুল কালাম আজাদ (১৭)। তার বিয়ে হয় সালমা নামক একটি মেয়ের সাথে। ১০ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার তার লাশ উদ্ধার হয় কল্যানী থেকে।
পরিবার সূত্রে জানা গেছে, আবুলের সাথে সালমার বিয়ে হওয়া সত্ত্বেও সালমার একটি অবৈধ সম্পর্ক ছিল একটি ছেলের সাথে। বিয়ের পর থেকেই নানান কারণে সালমার পরিবারের বেশ কিছুজন আবুল কালামকে প্রাণে মারার হুমকিও দেয়। সেই সঙ্গে আবুলের পরিবারকেও নানান হুমকির শিকার হতে হয়েছে।
গত ১০ জানুয়ারি সালমার সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল আবুল। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল কল্যাণী থানা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে এবং নাম পরিচয় পেয়ে তার বাড়ির লোকের সঙ্গে বেলডাঙ্গায় যোগাযোগ করে কল্যাণী থানার পুলিশ।
এরপর পরিবারের কাছে লাশ পাঠানো হয় শুক্রবার। মৃতের পরিবারের লোকেরা সরাসরি তার মামা সিরাজুল, তার স্ত্রী সালমা এবং অপর দুই ব্যক্তি— সিম্পল ও মহব্বতের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। আজ বেলডাঙা থানায় আবুলের পরিবার এই চারজনের নামে অভিযোগ দায়ের করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584