নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বৃহস্পতিবার মিরিক ব্লকের পানিঘাটার চেঙ্গা বস্তি এলাকায় দাঁতাল হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধার। এই ঘটনায় আহত হন মৃত বৃদ্ধার স্বামী।
মৃত বৃদ্ধার নাম শান্তি মায়া গহতরাজ (৭০) আহত বৃদ্ধর নাম মণিকুমার গহতরাজ(৭২)।
জানা গিয়েছে যে প্রত্যেক দিনের মতো এদিনও প্রাতভ্রমণে বেরিয়ে ছিলেন বৃদ্ধ দুই স্বামী স্ত্রী। এরপর প্রাতভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে এক দাঁতাল হাতি তাদের সামনে চলে আসে।
আরও পড়ুনঃ রেলে কাটা পড়া ব্যক্তির মৃত্যু নিয়ে চাঞ্চল্য কাকদ্বীপে
কোন কিছু বুঝে উঠার আগেই প্রথমে স্বামীকে দাঁতাল হাতিটি সুড় দিয়ে ধাক্কা দেয়। বৃদ্ধ লোকটি রাস্তার পাশে পড়ে যান। কিন্তু উনার স্ত্রী দাঁতাল হাতিটির মুখোমুখি চলে আসায় হাতিটির পায়ের নীচে চলে আসে। এরপর হাতিটি ওই বৃদ্ধার বুকে পাড়া দেয়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি বনদপ্তরকে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পানিঘাটা বনবিভাগের কর্মীরা। এরপর আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবং মৃতদেহটিকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। এই খবর পেয়ে ছুটে যায় পানিঘাটা ফাঁড়ির পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বনদপ্তরের টহলদারি না থাকার দরুন এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আরও দাবি করেন যে ওই এলাকায় বেশি করে নজরদারি চালাতে হবে বনদপ্তরের।
অবশেষে প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন। এরপর বনদপ্তর মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে এই বিষয়ে পানিঘাটা রেঞ্জের রেঞ্জার সুরেশ নার্জিনারি বলেন যে মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং গোটা এলাকায় টহলদারি বাড়িয়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584