নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মাটির দেওয়াল চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে ভগবানপুরের ১ নং ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার দ্বারিকা চটগ্রামে। মৃত গৃহবধূর নাম শিবানী মান্না। আহত স্বামী শিবপ্রসাদ মান্না।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের বাড়ির মাটির দেওয়াল চাপা পড়ে যায়। সে সময় বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই উপস্থিত ছিলেন। মাটির দেওয়াল আগে থেকে অনেকটাই হেলে ছিল। বৃহস্পতিবার কোন ঝড় বৃষ্টি হয়নি তবুও বাড়ির হাল এতটাই খারাপ হয়েছিল যে বৃহস্পতিবার গভীর রাতে তা উল্টে চাপা পড়ে দম্পতির উপর।
ঘটনাস্থলেই শিবানী মান্না মারা যান। তাঁর স্বামীকে এলাকাবাসীরা উদ্ধার করে তমলুক জেলা হাসপাতাল নিয়ে আসেন। এলাকাবাসীরা জানান, সরকারি একটি ঘর পেয়েছিলেন দম্পতি। কিন্তু টাকার অভাবে সেটি সম্পূর্ণ করতে পারেননি তাঁরা।
আরও পড়ুনঃ ট্রাকের ধাক্কায় মৃত ২, আহত ৪
প্রথম কিস্তি অনুযায়ী সরকার থেকে যতটা টাকা পেয়েছিলেন তা খরচ হয়ে যাওয়ায়, বাকি টাকার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ভাবনা ছিল বাকি কিস্তির টাকা পেয়েই বাড়ি সম্পূর্ণ করবেন। তাই বাধ্য হয়ে ওই হেলে যাওয়া মাটির বাড়িতেই থাকতে হতো তাঁদের।
এলাকাবাসীর অভিযোগ, গ্রাম প্রধান যদি পুরো টাকাটা দিয়ে দিতেন তাহলে গরীব মানুষটি বাড়ি সম্পূর্ণ করে থাকতে পারতো।
ইতিমধ্যে ভগবানপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584