কলকাতা পুরভোটে তৃণমূলের হয়ে প্রচারে বিজেপি প্রার্থীর স্ত্রী

0
263

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

কলকাতা পুরভোটে এবার সংবাদ শিরোনামে উঠে এল ৮৩ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রবীর মুখোপাধ্যায় আর একই ওয়ার্ডে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরাঙ্গ সরকার। কিন্তু আপাতত এই পুরভোটে বারেবারে উঠে আসছে গৌরাঙ্গ সরকারের স্ত্রী লপিতা সরকারের নাম।

Lapita Sarkar
লপিতা সরকার, ছবি তাঁর ফেসবুক টাইমলাইন

সরাসরি রাজনীতির ময়দানে লপিতা কোনদিনই আসেননি সেভাবে। পেশায় অর্থনীতির অধ্যাপিকা ছিলেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ লপিতা চিরকালই। সোশ্যাল মিডিয়ায় লপিতা দাপিয়ে বেড়ান বিজেপি বিরোধিতায়।

লপিতা জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে তিনি ধারাবাহিক ভাবে বিজেপির প্রতিটি জনস্বার্থ বিরোধী নীতির তুমুল সমালোচনা করে গিয়েছেন। অর্থনীতির ছাত্রী ও পরবর্তীকালে অর্থনীতির অধ্যাপিকা হওয়ার সুবাদে বিজেপির প্রতিটি অর্থনৈতিক সংস্কার কেন জনবিরোধী তা সহজ ভাষায় নিজের ফেসবুক টাইমলাইনে ক্রমাগত লিখেছেন যাতে সেগুলি সাধারণ মানুষের বোধগম্য হয়। পাশাপাশি তুলে ধরেছেন রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পগুলি।

তবে এবার লপিতাকে দেখা গেল একটু অন্যভাবে। হঠাৎ করেই যেদিন জানতে পারলেন যে তাঁরই স্বামী বিজেপির প্রার্থী হয়েছেন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ লেগেছিল তাঁর। কিন্তু একই সঙ্গে এটাও ভাবেন যেকোন রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকার প্রত্যেকের ব্যক্তিগত। এরপরেই স্থির করেন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন তিনিও।

আরও পড়ুনঃ দেশে ‘চরম অসাম্য’ বিরাজ করছে মোদী জমানায়! এমনই চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রবীর মুখোপাধ্যায়ের প্রচার মঞ্চ থেকেই তা শুরু করলেন লপিতা। মঞ্চে উঠে সমস্ত সাধারণ মানুষের কাছে লপিতা তুলে ধরলেন বিজেপির জনস্বার্থবিরোধী সমস্ত নীতির কথা যা তিনি এতদিন নিজের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে লিখতেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

আরও পড়ুনঃ অনাস্থা ভোটে অপসারিত সামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের প্ৰধান

লপিতা সরকারের কাছে আমাদের প্রশ্ন ছিল এ কি তবে ভোটযুদ্ধের মাঝে গৃহযুদ্ধ? তিনি স্পষ্টই জানালেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবেই নিজেকে দেখি, সোশ্যাল মিডিয়ার পরিসরে এতোদিন তা তুলে ধরেছি। এবার মনে হল নিজের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন, তাই তৃণমূলের হয়ে প্রচার করছি। লড়াইটা নীতির সঙ্গে, কোন ব্যক্তিবিশেষের সঙ্গে নয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here