নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এবার ইটাহারের অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত চিকিৎসকের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে মৃত চিকিৎসক নিলয় পাট্টাদারের স্ত্রী দেবশ্রী দুই নিকট আত্মীয়ের মাধ্যমে কর্ণজোড়ায় জেলাশাসক অরবিন্দ কুমার মিনার কাছে ওই অভিযোগপত্র পাঠিয়েছেন।
উল্লেখ্য, ওই আধিকারিকের খারাপ ব্যবহার, হুমকি এবং চিকিৎসার ব্যবস্থা না করে, আটকে রাখার কারণে নিলয়বাবু অসুস্থ হয়ে পড়েন। শুধু তাই নয় ঘটনার দিন রাতেই রায়গঞ্জের একটি নার্সিংহোমে নিলয়বাবুর মৃত্যুও হয় বলে অভিযোগ তাঁর পরিজনদের। তবে মৃত ওই চিকিৎসকের বাড়ি কালিয়াগঞ্জ শহরের আখানগর এলাকায়। তিনি ইটাহারের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
যদিও এ বিষয়ে নিলয়বাবুর দাদা মানস পাট্টাদার বলেন, বৃহস্পতিবার দেবশ্রী ওই স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তাঁর কঠোর শাস্তি চেয়েছেন।আর একদিনে জেলা শাসকের কাছেও একই অভিযোগ জানিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করলেন দেবশ্রী।
আরও পড়ুনঃ পারিবারিক অশান্তিতে সন্তান সহ মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বধূ
এর পাশাপাশি শুক্রবার সকালে কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেবসিংহ, কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূলের পুরপ্রধান কার্তিকচন্দ্র পাল ও জেলা পরিষদের তৃণমূলের সহকারী মেন্টর অসীম ঘোষ নিলয়বাবুর বাড়িতে যান। পাশাপাশি নিলয় বাবুর স্ত্রী তাঁদের কাছেও সুবিচার দাবি করেন।
তবে এদিন দেবশ্রী দেবী বলেন, “জেলা শাসকের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানিয়েছি। তবে তাঁদের পক্ষ আমার স্বামীর অকাল প্রয়ানের জন্য কি সাজা মেলে, সেই অপেক্ষায় রইলাম”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584