ইরফান খানকে নিয়ে খোলা চিঠি লিখলেন স্ত্রী সুতপা ও তাঁর ২ ছেলে

0
258

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

লকডাউনের মাঝেই বুধবার চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন হল। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করার পর চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। তাঁর প্রয়াণে শোকাহত চলচ্চিত্র জগৎ। কান্নায় ভেঙে পড়ে ইরফানের পরিবারও। ইরফান খানের অনবদ্য অভিনয় সমগ্র বিশ্ববাসীর মন স্পর্শ করেছে। ইরফানের মৃত্যুর পর আজ ইরফানের টুইটারেই খোলা চিঠি লিখলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার ও দুই পুত্র বাবিল ও অয়ন। সেখানে ইরফান পত্নী জানান, “কী করে বলব আমি একাই সবটা হারিয়েছে, কারণ আমি জানি হাজারো মানুষ আমার এই শোকে শামিল। তাঁরাও তো স্বজন হারানোর ব্যাথা পেয়েছে। আমার দুঃখে তাঁরাও সমব্যাথী।”

Irfan Khan | newsfront.co
ফাইল চিত্র

তিনি বলেন, জীবন অনেকটা নৌকার মতো। ইরফানের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। সুতপা শিকদারের কাছে এটা অবিশ্বাস্য যে, ইরফানকে ছাড়াই বাকি জীবনটা তাঁকে কাটাতে হবে। হয়ত সেটা খুব কঠিন হবে তাও চেষ্টা করবেন তিনি। স্বামীর কথাতেই তিনি বলেছেন ‘ইটস ম্যাজিক্যাল’। ইরফান যেভাবে তাঁকে বাঁচতে শিখিয়েছেন সেভাবেই ভবিষ্যতের দিনগুলিতে বেঁচে থাকতে হবে তাঁকে। দুই সন্তানকে নিয়েই জীবনপথের নৌকা সঠিকভাবে ভাসিয়ে সমুদ্র পেরোতে হবে ইরাফান পত্নীকে।

চিকিৎসকের প্রেসক্রিপশনটা তাঁর কাছে একটা চিত্রনাট্যের মতো ছিল। সেটাকেই নিঁখুত ভাবে মানতে চেয়েছিলেন ইরফানের স্ত্রী সুতপা। ইরফানের মৃত্যুর সময় পর্যন্ত সর্বক্ষণ তাঁর সঙ্গে ছিলেন সুতপা। ইরফান পত্নী এও জানান, “শেষের দু’ থেকে আড়াই বছর আমার কাছে ছিল নাটকের মধ্যান্তরের মতো। যেখানে ইরফান চূড়ান্তভাবে অর্কেস্ট্রা বাজিয়ের ভূমিকায় পালন করছে। এই সময়টা আমাদের ৩৫ বছরের সম্পর্কের চেয়ে একেবারে আলাদা।”

Letter | newsfront.co
ছবিঃ টুইটার

ইরফানের ছেলে বাবিল বলেছে ও ইরফানের কাছে শিখেছে, অনিশ্চয়তার হাতে নিজেকে সঁপে দিয়ে তার তালে তাল মেলাতে শেখা এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি তোমার বিশ্বাসকে বাঁচিয়ে রাখা। অয়ন বলল, বাবার কাছে ও শিখেছে, মনকে নিজের আয়ত্তে রাখা। মনকে কোনওভাবেই তোমাকে আয়ত্তে না আনতে দেওয়া। শেষে ইরফান স্ত্রী সুতপা বলেন, শুধু তাঁরা নন দেশজুড়ে ইরফানের অনুরাগীরাও এক নক্ষত্রকে হারিয়েছেন। ইরফান অনুরাগীরাও তাঁদের পরিবার। কথা শেষ করতে করতে চোখে জল চলে আসে ইরফান পত্নী সুতপার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here