নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সাতসকালে হাতির আক্রমণ। আহত মাঝবয়সী এক ব্যক্তি। বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বোরোজাম এলাকায়।
জানা গেছে, আহত ওই ব্যক্তির নাম অজিত নায়েক(৫৫)। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকাল নাগাদ নিজের জমিতে লাগানো আলু গাছ দেখতে যায় অজিত বাবু,অতিরিক্ত কুয়াশার কারণে হঠাৎ সামনে পড়ে এক দাঁতাল হাতি, এরপরে হাতিটি সুরে করে আছাড় মারার চেষ্টা করলে কোনোক্রমে প্রাণে বেঁচে মাঠের মধ্যে লুকিয়ে পড়েন তিনি।
আরও পড়ুনঃ ক্ষতির মুখে রবার চাষিরা
এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহত অজিত নায়েককে উদ্ধার করে প্রথমে দ্বারিগেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক অবনতি দেখে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে।
বেশ কয়েকদিন ধরে পাঁচ থেকে সাতটি হাতির দল এলাকায় ঘোরাঘুরি করছে, এর ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে আলু চাষের।তবে বর্তমানে এই ঘটনা ঘটার পর এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584