নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ঝাড়গ্রামের ডাকাবুকো জংলি দাঁতাল হাতি কে পোষ মানিয়ে ফেলেছেন জলদাপাড়ার মাহুতরা। ২০ বছরের সেই দাঁতাল হাতি এখন জলদাপাড়ায় মাহুতদের সব নির্দেশ শুনছে। মাঝে মধ্যে বের হচ্ছে জঙ্গল টহলেও। এই অসাধ্য সাধন যে হতে পারে তা নিয়ে রীতিমতো দ্বিধায় ছিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
কিন্তু প্রায় ৬ মাসের প্রশিক্ষনের পর এখন নিশ্চিত জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। ঠেলায় পড়লে যে বাঘে আর গরুকেও এক ঘাটে জল খাওয়ানো যায় তা বুঝে গেছে বন দফতর।বন দফতর সূত্রের খবর, তাদের ঝাড়গ্রাম ডিভিশনে থাকা হাতিটি অনেকদিন থেকেই অসুস্থ ছিল। প্রায় প্রত্যেকদিন খাবারের খোঁজে লোকালয়ের কাছাকাছি চলে আসতো।
কিন্তু তাতে করে স্থানীয়দের বিপদ হতে পারে ভেবে হাতিটিকে শেষ পর্যন্ত জলদাপাড়াতে নিয়ে আসা হয়। ফেব্রুয়ারি মাসে ঝাড়গ্রাম থেকে এই দাঁতাল হাতিটিকে জলদাপাড়ায় আনা হয়। ইতিমধ্যেই এই হাতির নামকরণ করা হয়েছে ‘ কুঞ্জরিশ’। জঙ্গলের দামাল দাঁতাল এখন পোষ্যে পরিণত হয়েছে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল বলেন, ” শেষ ২৫/৩০ বছরে এমন ঘটনা জলদাপাড়ায় ঘটেনি। ২০ বছর বয়সের ১টি হাতিকে পোষ মানানো খুব সহজ কাজ নয়।
আরও পড়ুনঃ সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়িকার
যারা এই প্রশিক্ষণ দিয়েছেন তারা প্রত্যেকেই এত বেশি বয়সের জংলি হাতিকে এই প্রথমবার প্রশিক্ষণ দিচ্ছেন। তবে অনেকটাই পোষ মেনে গেছে এই জংলি হাতিটি। এখন মাঝে মধ্যে জঙ্গল টহলেও বের হচ্ছে। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584