বিশ্ব পরিবেশ দিবসে আসছে ‘ওয়াইল্ড কর্ণাটক’

0
55

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এইদিনই মুক্তি পেতে চলেছে ‘ওয়াইল্ড কর্ণাটক’। পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা অমোঘবর্ষা জেএস-এর প্রযোজনায় এবং কল্যাণ ভর্মার সহযোগীতায় কর্ণাটকের জীববৈচিত্র্যের দিকে মনোনিবেশ করে তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি।

film | newsfornt.co

কর্ণাটকে বিশ্বের সেরা কিছু বন রয়েছে। কর্ণাটকের সেই সকল বনের সৌন্দর্য্য নিয়েই আসছে ‘ওয়াইল্ড কর্ণাটক’। এই ছবিটিতে ৪কে আল্ট্রা এইচডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চার বছর ধরে ২০জন চিত্রগ্রাহকের একটি দল ড্রোনের সাহায্যে এবং কর্ণাটকের প্রায় ১৫টি স্টেশনে ক্যামেরা ব্যবহার করা হয়। যাতে দর্শকরা ছবিটি বড়পর্দায় ভালোভাবে দেখতে পান।

মোট চারটি ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। ইংরেজি ভাষায় এই তথ্যচিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন স্যার ডেভিড অ্যাটেনবরো। এই ছবির জন্য হিন্দিতে ভয়েস ওভার দিয়েছেন ভারতীয় অভিনেতা রাজকুমার রাও, তামিল ও তেলেগু ভাষায় ভয়েস ওভার দিয়েছেন প্রকাশ রাজ এবং কন্নড় ভাষায় ভয়েস ওভার দিয়েছেন ঋষভ শেট্টি।

আরও পড়ুনঃ ‘আই ক্যান্ডি’তে অন্ধ প্রেমিক যুগলের ভিডিও কল

৫ জুন সন্ধ্যে ৬টায় ডিসকভারি প্লাস অ্যাপে মুক্তি পাবে ‘ওয়াইল্ড কর্ণাটক’ এবং ওইদিন রাত ৮ টায় ডিসকভারি, ডিসকভারি এইচডি, ডিতামিল ও অ্যানিমেল প্ল্যান্ট-এ মুক্তি পাবে এই ছবিটি।

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই কর্ণাটকের বন্য জীবন উপভোগ করতে পারবেন আপনারা। এবার কর্ণাটকের সমস্ত বনের সৌন্দর্য্য আপনার হাতের মুঠোয়। লকডাউনে ঘরে বসেই উপভোগ করতে পারবেন বনের স্বাদ। আর তাই ৫ জুন ডিসকভারির প্ল্যাটফর্ম ঘুরে আসতে একদম ভুলবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here