মাদারিহাট বীরপাড়া ব্লকে খাঁচাবন্দী চিতা, স্বস্তিতে স্থানীয়রা

0
118

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

অবশেষে প্রায় দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের পর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের গেরগাণ্ডা চা বাগান থেকে খাঁচাবন্দী হল এক চিতা বাঘ। স্বস্তিতে এলাকাবাসী। চিতা বাঘ খাঁচাবন্দী হওয়ায় কিছুটা হলে বাড়তি অক্সিজেন পেল বনদপ্তর।

leopard | newsfront.co
নিজস্ব চিত্র

মাদারিহাট বীরপাড়া ব্লকের গেরগেন্ডা চা-বাগানে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ন বয়স্ক চিতা বাঘ। সোমবার সকালে চা-বাগানের শ্রমিকরা চিতাবাঘের চিৎকার শুনে খাঁচার সামনে এলে খাচাবন্দি লেপার্ডটিকে দেখতে পান। এরপরেই বনদফতরকে খবর দিলে বনকর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় দক্ষিন খয়েরবাড়ি ব্যাঘ্র পুর্নবাসন কেন্দ্রে।

leopard | newsfront.co
খাঁচাবন্দী চিতা। নিজস্ব চিত্র

উল্লেখ্য, মাদারিহাট ব্লকের গেরগেন্ডা, ধুমচিপাড়া, লঙ্কাপাড়া সহ একাধিক চা-বাগানে চিতাবাঘের আতঙ্ক রয়েছে। গতবছর চিতার হানায় প্রান গেছে একাধিক চা-বাগান বস্তি বাসিন্দার।

leopard | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আজ থেকে শুরু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন

গত ডিসেম্বর মাসেও চিতাবাঘের হানায় মৃত্যু হয়েছে এক তরুনির। এরপরেই চিতাকে খাচাবন্দি করতে তৎপর হয়ে পড়েন বনদফতর।

চিতাবাঘকে খাঁচাবন্দি করতে একাধিক কৌশল অবলম্বন করেছে বনদফতর। এরমধ্যেই গেরগেন্ডা চা-বাগানে একটি চিতা বাঘ খাচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গেরগেন্ডা চা-বাগান এলাকায়।

এই চিতা বাঘটি সেই মানুষ খেকো কি না এই প্রশ্নের উত্তরে লঙ্কাপাড়ার রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিষয়ী জানান, “এখন ও তা ঠিকমত বলা যাবেনা পর্যবেক্ষণ করে সেটা বলা সম্ভব । তবে চিতাটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘ ও খুব বড় ইতিমধ্যে এতবড় চিতা বাঘ খাঁচাবন্দী হয়নি ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here