Canada Heatwave: তাপপ্রবাহের জেরে দাবানল, কানাডায় সরানো হল শতাধিক বাসিন্দাকে

0
60

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

কদিনে হু হু করে তাপমাত্রা বেড়েছে কানাডায়। তাপমাত্রা বেড়ে পৌঁছেছে ৫০ ডিগ্রিতে। তার উপর দোসর হয়েছে আগুন। দাবানলের আশঙ্কায় পশ্চিম কানাডার বিভিন্ন অঞ্চল থেকে সরানো হল শতাধিক বাসিন্দাকে। গত শুক্রবার থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতে মঙ্গলবার অবধি কমপক্ষে মৃত্যু হয়েছে ২৩০ জনের। এর মধ্যে ছিল জনবহুল শহর ভ্যাঙ্কুভারের ৬৯ জন  বাসিন্দা।

Kanada Heatwave | newsfront.co
সৌজন্যেঃ মিন্ট

আচমকাই তাপমাত্রা বাড়তে থাকে কানাডায়। ফলে অতিরিক্ত তাপপ্রবাহের সৃষ্টি হয়, যার জেরেই আগুন লেগেছে ব্রিটিশ কলোম্বিয়ার একাধিক জায়গায়। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার স্কুলগুলিও বন্ধ রাখা হয়েছে। যেই অংশগুলিতে তাপপ্রবাহ চলছে, সেখানে করোনা টিকাকরণ প্রক্রিয়াও আপাতত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ UAE Travel Ban: করোনা আবহে ভারত সহ আরও ১৩ টি দেশ লাল তালিকাভুক্ত, ২১ জুলাই পর্যন্ত বন্ধ উড়ান সংযোগও

জঙ্গলে আগুন লাগায় বুধবার রাতেই ভ্যাঙ্কুভার থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত লিটন গ্রাম সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। মেয়র জ্যান পোল্ডারম্যান একটি বিবৃতি জারি করে বলেন, “দাবানলের আগুনে বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা যথা সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।”

আরও পড়ুনঃ প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের ধর্মঘট নিষিদ্ধ করে অর্ডিন্যান্স জারি করল মোদি সরকার

এ বিষয়ে কানাডার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আগামী কয়েকদিন ব্রিটিশ কলম্বিয়ার তাপমাত্রা আরও বাড়বে, তারফলে তাপপ্রবাহ চলতেই থাকবে। এমনকি রাতেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাপপ্রবাহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই অ্যালবার্টা, ম্যানিটোবা সহ উত্তর-পশ্চিম অঞ্চল জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here