নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভয়াবহ পরিস্থিতি ক্যালিফোর্নিয়ার দাবানলের, জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসাবে এই দাবানল ঐতিহাসিক। দাবানলের এমন বিধ্বংসী চেহারা এর আগে বিরল বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের। দাবানল থেকে বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিন জনের, স্যাকরামেন্টর উত্তরে ঘটেছে এই ঘটনা। কয়েকহাজার বাড়ি বিপন্ন এই মুহূর্তে।
দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১, প্রায় তিন সপ্তাহ ধরে জ্বলছে এই দাবানল। তার সঙ্গে কোনো কোনো সময় ৮০কি.মি/ ঘন্টা এই গতিবেগ বইছে হাওয়া, যে কারণে আগুন ছড়িয়ে পড়ছে অত্যন্ত দ্রুত। বুধবার ওরভিলের কাছে আকাশ আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়, এলাকার বাসিন্দাদের দ্রুত এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
As a #wildfire in the Angeles National Forest continued spreading, several #LosAngeles County cities were under evacuation warnings.
The blaze, dubbed Bobcat Fire, scorched 10,344 acres with sero containment as of Wednesday, Xinhua news agency quoted InciWeb.
Photo: IANS (File) pic.twitter.com/ZSJ5aPSUXM
— IANS Tweets (@ians_india) September 10, 2020
ইতিমধ্যেই ২৫ কিলোমিটার এলাকা দাবানলের গ্রাসে, ভস্মীভূত বহু বাড়িঘর। আগুন যে কোন সময় শহরের ভিতরে ঢুকে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বিধ্বংসী টাইফুনে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া, জাপান
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘন্টায় গড়ে ৪০০ বর্গ মাইল এলাকা পুড়ে যাচ্ছে দাবানলে। আর এত দ্রুত আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার দমকলকর্মীরা এমন বিধ্বংসী আগুনের মুখোমুখি আগে কখনও হননি।
আরও পড়ুনঃ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ট্রাম্প
সাত দিন ধরে চলতে থাকা তাপপ্রবাহের কারনে ক্যালিফোর্নিয়ার এক অংশ প্রচন্ড উত্তপ্ত হয়ে ছিল, তার মধ্যে প্রায় ১২ হাজার ঝলকানি সহ বজ্র বিদ্যুৎ। এই থেকে শুরু হয় দাবানল। এখন যা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় ১১ লক্ষ একর জমি পুড়ে গেছে। পরিস্থিতি বিচার করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই দাবানলকে “বিপর্যয়” ঘোষণা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584