ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
শেষ বাঁশির পর মুখই ঢেকে ফেললেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসিকে দেখা যাবে তো রাশিয়ায়?
প্রতি বিশ্বকাপের আগেই শঙ্কা জাগে, বিশ্বের সেরা দুই খেলোয়াড় কি থাকবেন বিশ্বকাপে? লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—এ শতাব্দীর সেরা দুই খেলোয়াড়। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের শেষ পর্যায়ে এসেও বলা যাচ্ছে না, এঁদের দুজনকে দেখা যাবে রাশিয়ায়। রোনালদোর ক্ষেত্রে তবু এবার আশঙ্কাটা কম। তবে আর্জেন্টিনা যেভাবে এগোচ্ছে, তাতে রাশিয়া বিশ্বকাপে হয়তো দেখা না-ও যেতে পারে মেসিকে!
নিজেদের মাঠে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান ফুটবলের সবচেয়ে দুর্বল দলটিকে আর্জেন্টিনা আগের লেগেও হারাতে পারেনি। তবে সেটি ভেনেজুয়েলার মাঠ বলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন অনেকে। কিন্তু এবার নিজেদের মাঠে, জিততেই হবে এমন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি মেনে নেওয়া কঠিন। বিশেষ করে একটি দলের আক্রমণভাগে যখন পাওলো দিবালা কিংবা মাওরো ইকার্দির মতো স্ট্রাইকার থাকেন। অ্যাঙ্গেল ডি মারিয়া আর মেসির কথা তো বাদই। সে সঙ্গে আরেকটি বিষয়ও চাইলে মাথায় রাখতে পারেন, গঞ্জালো হিগুয়েইন ও সার্জিও আগুয়েরোর মতো স্ট্রাইকারও কিন্তু আর্জেন্টিনা দলেরই সদস্য!
তারকাখচিত এমন আক্রমণভাগ থাকা সত্ত্বেও ঘরের মাঠে গোল করতে পারেনি আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে সমতা এনে দেওয়া গোলটিও এসেছে প্রতিপক্ষের উপহার হয়ে! স্ট্রাইকারদের ব্যর্থতাতেই ভেনেজুয়েলার বিপক্ষে এমন হারের ‘সমান’ ড্র মেনে নিতে হলো মেসিদের। তবে এ ম্যাচেই যে মেসিদের রাশিয়া বিশ্বকাপে খেলা দুরাশা হয়ে গেছে, তা বলার সময় এখনো আসেনি। এখনো রাশিয়া যাওয়ার সুযোগ আছে আর্জেন্টিনার এবং সেটা প্লে-অফের ঝক্কি এড়িয়েই। কাজটা কিন্তু খুব কঠিন । আগামী দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনাকে।
তাই দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটিই—আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে? ১৯৭০–এর পর এই প্রথম হতে পারে আর্জেন্টিনাবিহীন বিশ্বকাপ।
রয়টার্স
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584