নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’- এই সপ্তাহেই প্রকাশিত হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের আত্মজীবনীমূলক গ্রন্থ। এই বইটি সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্যবাবু আলোচনা করলেন বাংলার সদ্য সমাপ্ত নির্বাচন নিয়েও।
সাক্ষাৎকারে সরাসরি রাজনীতি প্রসঙ্গে না ঢুকলেও, আলোচনার মধ্যে উঠে এলো দেশ বিদেশের রাজনৈতিক অনুষঙ্গ। গ্রামশি- মার্কসের সঙ্গে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক থেকে জয় শ্রীরাম বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ছুঁয়ে গেলেন সবকিছুই। ভোটের ফল নির্ধারণ হয় কি ভাবে?
অমর্ত্য সেনের উত্তর -দীর্ঘমেয়াদী জনপ্রিয়তা আর ভোটে জেতা কখনোই এক নয়। যুদ্ধ বা হঠাৎ নেওয়া কোন উত্তেজক সিদ্ধান্ত অনেক সময়ই নির্ধারণ করে দেয় ভোটের ফল। ২০১৯ এর লোকসভা নির্বাচনে যেমন বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক একটি বড় ফ্যাক্টর হয়েছিল। ঠিক তেমনই লাগাতার জয় শ্রীরাম শুনে অনেকেই ভেবেছেন ‘পিপলস ম্যান্ডেট’ বোধহয় যাবে গেরুয়া শিবিরের দিকেই, কিন্তু হলো উল্টো।
আরও পড়ুনঃ রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে চলেছেন অমিত মিত্র
এ প্রসঙ্গে মার্গারেট থ্যাচারের উদাহরণ টেনেছেন অমর্ত্য বাবু। তিনি বলেন, যখন মার্গারেট থ্যাচারের জনপ্রিয়তা ব্রিটেনে একেবারে তলানিতে ঠেকেছে ঠিক সেসময় ফকল্যান্ড যুদ্ধ; ভোটের ফল বেরোতে দেখা গেল সব সমীকরণ উল্টে দিয়ে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় ফিরে এলেন থ্যাচার। তবে সাধারণ মানুষের চাহিদা এবং চাহিদাপুরণ আরেকটি বড় ফ্যাক্টর। তবে সব সমীকরণ যে সবসময় মেলেনা তাও এদিন বলেন তিনি।
আরও পড়ুনঃ গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ আলাদা, ফের বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রাচীর
নাগরিকত্ব আইন বিষয়ে কোনদিনই সন্তুষ্ট ছিলেন না এই প্রবীণ অর্থনীতিবিদ, সেকথা আবারও জানালেন। অমর্ত্যবাবু বিদেশ-বিভুঁইয়ে কাটিয়েছেন জীবনের দীর্ঘসময়। তাও তাঁর মনে শান্তিনিকেতন কিংবা দেশের টান এখনও স্পষ্ট। প্রাচীন ভারতের বৈদিক-গণিত নিয়ে যথেষ্ট গৌরববোধ রয়েছে তাঁর মনে। সেই কারণেই পুরাণের গল্প দিয়ে ভারতের ‘ভুয়ো’ কৃতিত্ব প্রমাণের চেষ্টাকে মোটেই ভালোভাবে মেনে নিতে পারেন না এই নোবেলজয়ী বর্ষীয়ান অর্থনীতির বিশেষজ্ঞ।
তাঁর মতে, গণেশের মাঠজুড়ে প্লাস্টিক সার্জারি প্রাচীন ভারতে ছিল কিংবা পুষ্পক রথ আধুনিক বিমানের প্রাচীন রূপ এই জাতীয় অপপ্রচারে আন্তর্জাতিক মহলে ভারতকে হাস্যাস্পদ হতে হচ্ছে- সেকথা সোচ্চারে জানালেন অমর্ত্য সেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584