কংগ্রেস সিপিএমের ছয় বিজয়ী পঞ্চায়েত সদস্য তৃনমূলে

0
138

হরষিত সিংহ,মালদহঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে সদ্য জয়ী কংগ্রেস ও সিপিআইএমের ছয় পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। মালদহের ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের দলত্যাগী নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার। শনিবার ইংরেজবাজার শহরের কানির মোড়ে তাঁর কার্যালয়ে এই যোগদান শিবির আনুষ্ঠীত হয়।

ছবিঃঅভিষেক দাস

মালদহ জেলা জুড়ে বিরোধীদের তৃণমূলে যোগদানের হিড়িক অব্যাহত। কংগ্রেসের একাধিক জেলার প্রথম সারির নেতৃত্ব যোগ দানের পর এদিন সদ্য জয়ী তিন কংগ্রেস ও তিন সিপিআইএম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। উল্লেখ ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের মোট আসন সংখ্যা বাইশটি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক শিবির তৃণমূল কংগ্রেস দখল করে ১৩ টি আসন। বিরোধী কংগ্রেস দখল করে চারটি, সিপিআইএম দখল করে তিনটি ও বিজেপি দুটি আসনে জয়ী হয়। নির্বাচনের জয়ী হতেই কংগ্রেসের তিন জন সিপিআইএমের তিন জন তৃনমূলে যোগদানের সিধান্ত নেয়।

ছবিঃঅভিষেক দাস

এদিন যোগদান শিবিরে কংগ্রেসের রাকিয়া নাজরিন,ওজেয়ার রহমান ও নাজিনা বিবি ও বামফ্রন্টের সেরিনা খাতুন, লাইলা আখতার বানু ও লাভলি দাস তৃণমূলের পতাকা হাতে তুলেনেন। বর্তমানে ২২ টি আসনের মধ্যে ১৯ টি তৃণমূলের পক্ষে। আগামিতে সকলকে নিয়ে বোর্ড গঠন করার আহ্বান জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here