উইন্ডোজের পয়লা উপহার ‘লকডাউন শর্টস’

0
657

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনে স্তব্ধ হয়েছে কাজকর্ম, ব্যস্ততা। সবাই কেমন যেন একটা ঢিলেমিতে চলেছি। অবশ্য এর মাঝেও নিজেদের ইচ্ছাগুলোকে সফল করছি। কেউ বানাচ্ছি ভিডিও অ্যালবাম কেউ বা সিঙ্গলস কেউ আবার শর্ট ফিল্ম। নিত্যনতুন ভাবনায় নিজেদের চাঙ্গা করার চেষ্টা করছি অনেকেই।

Windows | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বসে নেই ‘উইন্ডোজ’ও। তারাও বানিয়ে ফেলেছে এক ভিন্নধর্মী শর্ট ফিল্ম সিরিজ।লকডাউনে প্রোডাকশন হাউজের পেজে মুক্তি পাবে ‘লকডাউন শর্টস’ নামের শর্ট ফিল্ম সিরিজটি।বাংলা বছরের শুরুর দিনেই তার টিজার এল সামনে। বিষয়বস্তু জানানো হয়নি এখনও কিছুই। তবে, ইন্টারেস্টিং কিছু একটা আসছে তা আন্দাজ করা যাচ্ছে।

Nababarsha | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

প্রসঙ্গত, সম্প্রতি উইন্ডোজের ঘর থেকে হাজির হয়েছে কুকারি শো ‘রান্নাবান্না’। শুরুর কয়েকদিনের মাথাতেই গৃহবন্দি হল জনজীবন। বেশ মজাদার এবং মর্মস্পর্শী এই শো।

আরও পড়ুনঃ বন্দিদশায় আলোর গল্প বুনছেন অভিজিৎ নস্কর

‘লকডাউন শর্টস’ নামের শর্ট ফিল্ম সিরিজটিও দর্শককে অন্যরকমের কিছু উপহার দিতে পারে সম্ভবত। ১৪২৭-এ অগণিত দর্শকের জন্য এই ‘লকডাউন শর্টস’ একটা উপহার বলে মনে করেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বলাবাহুল্য, করোনার এই ডামাডোল না থাকলে হয়ত নতুন কোনও বড় পর্দার ছবির ঘোষণা করতেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here