সেপ্টেম্বরে ফের মিলতে পারে বার-রেস্তোরাঁয় মদ বিক্রির অনুমতি, আশায় মালিকরা

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

দীর্ঘ ৪০ দিন লকডাউনে মদের দোকান বন্ধ থাকলেও প্রাথমিকভাবে মদের দোকান খোলার পর এবং দাম বৃদ্ধির পর কয়েকশো কোটি টাকা মুনাফা হয়েছিল রাজ্য আবগারি দফতরের। কিন্তু তিরিশ শতাংশ দাম বেড়ে যাওয়ায় সেই সুদিন বেশিদিন স্থায়ী হয়নি। রাজস্ব উপার্জনের বদলে উল্টে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তাই ফের মদ থেকে রাজস্ব উপার্জনে খুচরো ক্রেতাদের জন্য চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

Wine Bar | newsfront.co
প্রতীকী চিত্র

আর সেই কারণেই এবার সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের রেস্তোরাঁগুলিতে মদ বিক্রির অনুমতি দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের রেস্তোরাঁ ও বারগুলিতে পরিবেশনের অনুমতি দিতে পারে আবগারি দফতর।

করোনা সুস্থতার হার যে হারে এগোচ্ছে, তাতে সেপ্টেম্বরের মধ্যে গাণিতিক হিসাবে ৮০ শতাংশ মানুষ সুস্থতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। তাই স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় মদ বিক্রি শুরু করলে সমস্যা হবে না বলেই ধারণা আবগারি দপ্তরের।

আরও পড়ুনঃ খাদ্যশস্য বাঁচাতে খোঁজ মৃত রেশন গ্রাহকদের! স্বাস্থ্য দফতরের সাহায্য নেবে খাদ্য দফতর

এদিকে লকডাউন এর সমস্ত বার ও রেস্তোরাঁয় মদ বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়েছেন অনেকেই। এর সঙ্গে যুক্ত হোটেল শিল্প কার্যত ভেঙে পড়েছে। তাই সরকারি সিদ্ধান্তের ফের পুরনো দিন ফিরে আসতে পারে বলেই আশা রেস্তোরাঁ মালিকদের সংগঠনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here