নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দেশ সহ রাজ্যে মহামারী করোনা ভাইরাসের প্রকোপের হাত থেকে রক্ষার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে গোটা দেশ যেখানে স্তব্ধ। সেখানে দাঁড়িয়ে রাজ্যে, এই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় অবাধে চলছে মদ্যপানের আসর।
গোপনসূত্রে আরসি খবর পেতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে। অর্থাৎ সচেতনতা নিয়ে এখনও পর্যন্ত সমাজসেবী থেকে শুরু করে ক্লাব সংগঠনগুলো, একত্রে সাধারণ মানুষকে সচেতন করলেও কিছু অসৎ ব্যক্তির মধ্যে এখনও সেই সচেতন বার্তা এসে পৌঁছায়নি। যার ফলে তারই দৃষ্টান্ত স্বরূপ চোখে পড়ল এদিন।
আরও পড়ুনঃ লকডাউনের জেরে ভুটান সীমান্তে দাঁড়িয়ে কয়েক হাজার ট্রাক
এ নিয়ে কেউ কেউ তো এই সব ব্যক্তিদের উপেক্ষা করে কটাক্ষের সুর বেঁধেছে। অন্যদিকে কোলাঘাট থানার মেচেদা এলাকায় পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল এদিন। মূলত বিনা কারণে বাড়ির বাইরে বেরোলেই পেতে হচ্ছে পুলিশের লাঠির মার, কখনও বা করতে হচ্ছে কান ধরে উঠবস। তাও সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা বোধটাই এখনও পর্যন্ত ফুটে উঠেনি।
আরও পড়ুনঃ জলঙ্গিতে লকডাউনকে উপেক্ষা জনসাধারণের, আটক ৪৫
এদিকে পূর্ব মেদিনীপুর তমলুক থানার অন্তর্গত সোনাকুড়ি কাকটিয়া বাজার এলাকায়, সাধারণ মানুষের জন্য যে সমস্ত দৈনন্দিন জীবনের জিনিসপত্রের দোকান খোলা আছে। সেই সমস্ত দোকানগুলোর সামনে যাতে সাধারণ মানুষ একসাথে দাঁড়াতে না পারে।
তার জন্য প্রশাসনের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতে কাটা হয়েছে চকের দাগ। মূলত এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সম দূরত্ব সহ বাড়ির বাইরে না বেরোনো টাই হচ্ছে স্বাস্থ্য দফতরের মূল নির্দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584