লকডাউনে মদের দোকান বন্ধ, মাথায় হাত মদ্যপায়ীদের

0
107

প্রীতম সরকার, রায়গঞ্জঃ

মদের নেশার খপ্পরে পড়ে বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে। নানাভাবে অত্যাচারের শিকার হয়েছেন আসক্ত পরিবারের লোকজন। ছেলেমেয়েদের হোমে রেখে চিকিৎসা করিয়েও মূলস্রোতে ফেরাতে পারেনি বহু পরিবার। এখন সেই পরিবারের অনেকের মুখে হাসি ফুটেছে।

wines shops | newsfront.co
ছবিঃ প্রতীকী

কারণ, তাঁরাই বলছেন মাদকের নেশা কাটা‌নোর রাস্তা খুলে দিয়েছে লকডাউন। উত্তর দিনাজপুর জেলায় অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ। সঙ্গে চলছে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি, অন্যদিকে করোনা–আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।

আরও পড়ুনঃ জোরদার হলো উত্তর দিনাজপুরের বাংলা বিহার সীমান্তের নজরদারি

মদের নেশায় অভ্যস্তরা এবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন, এমনই মনে করছেন অনেক অভিভাবক। উল্লেখ্য, লকডাউন পরিস্থিতিতে সমস্ত সরকারি মদের দোকান বন্ধ। ফলে অমিল পানীয়। কোথাও কোথাও বেআইনি বিক্রির অভিযোগ আসছে পুলিশের কাছে। অভিযান চালিয়ে ধরপাকড় চলছে।

যার ফলে নেশামুক্ত পরিবেশ। লকডাউনের আগে অনেকেই মদ মজুত করে রেখেছিলেন। কিন্তু এখন ভাঁড়ারে টান পড়েছে। কালোবাজারিদের কাছেও স্টক শেষ। খাদ্যদ্রব্যের জন্য বাজারে যতটা না লাইন পড়ছে, একটু মদের আশায় বন্ধ দোকানের সামনে হাপিত্যেশ করে ঘুরে বেড়াচ্ছেন মদপ্রেমীরা। দোকান বন্ধে মাথায় হাত পড়েছে মাদকাসক্তদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here