নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। এই লকডাউনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে পূর্ব মেদিনীপুরের এগরাকে ইতিমধ্যেই সতর্কতা মূলক ভাবে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আর সেই এগরা থানার বালিঘাইতে সোমবার খোলা সরকারি মদের দোকানে চলছে দেদার মদ বিক্রি। রবিবার থেকে বিষয়টি নজরে আসে বলে অভিযোগ এলাকাবাসীদের। একই ঘটনা সোমবার সকালে ঘটলেও গ্রামবাসীরা ওই মদের দোকানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
আরও পড়ুনঃ খাদ্য সামগ্রীর মান, দুর্নীতির অভিযোগ রুখতে রেশনে হানা কর্মাধ্যক্ষের
এরপর ঘটনাস্থলে এগরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এ ঘটনায় এক জনকে আটক করে পুলিশ বলে জানা গেছে। পাশাপাশি হটস্পট এলাকা হিসাবে চিহ্নিত হয়েও কিভাবে মদের দোকান খোলা থাকছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584