মনিরুল হক, কোচবিহারঃ
ব্যাপক জমায়েত করেও গ্রাম পঞ্চায়েতে বোর্ড দখল করতে পারল না তৃণমূল কংগ্রেসের যুব গোষ্ঠী। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়।এর মধ্যে সবার নজর ছিল দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের দিকে। সেখানে সকাল থেকে যুব গোষ্ঠীর নেতা কর্মীরা জমায়েত হতে শুরু করে।পাল্টা জমায়েত করে মাদার গোষ্ঠীর লোকেরাও। শেষ পর্যন্ত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী হিসেবে পরিচিত লিপিকা ভৌমিক প্রধান ও নজমল হোসেন উপ প্রধান হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে যুব অনুগামীরা। দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকার যুব নেতা জয়ন্ত দত্ত অভিযোগ করে বলেন, “বহিরাগত এক জনকে পঞ্চায়েত সাজিয়ে দিয়ে বোর্ডের দখল নেওয়া হয়েছে।পুলিশ ও ব্লক প্রশাসনকে কাজে লাগিয়ে বেআইনি ভাবে গ্রাম পঞ্চায়েত দখল করার বিরুদ্ধে আমরা আদালতে যাবো।” অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী হিসেবে পরিচিত কোচবিহার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি আজিজুল হক বলেন,“অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। এখানে ১৭ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ৯ জন আমাদের পক্ষে ছিলেন।তাই আমরা বোর্ড গঠন করতে সফল হয়েছি।ব্যাপক জমায়েত করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল,কিন্তু তারপরেও পঞ্চায়েত সদস্যরা সাহসের সাথে মোকাবিলা করে বোর্ড গঠন করেছে।তাই এখন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।”
শুধু দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতেই নয়,এদিন ১ নম্বর ব্লকের চান্দামারি,চিলকিরহাট, ফলিমারি, ও গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতেও রবীন্দ্রনাথ ঘোষ পন্থীদের জয়জয়কার হয়েছে বলে জানা গিয়েছে।গতকাল বিস্ফোরণের ঘটনার পর চান্দামারিতে বোর্ড গঠন নিয়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে প্রধান নির্বাচিত হন জিয়ারু বর্মণ এবং উপ প্রধান হন মহেন্দ্র বর্মণ।ফলিমারি গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন বাসুদেব সরকার ও উপ প্রধান হয়েছেন নৃপেন দেব সিংহ।গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন বাবলি সরকার ও উপ প্রধান হয়েছেন আশিষ চৌধুরী।এছাড়াও চিলকির হাট গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন দিনবালা রায় ও উপ প্রধান হয়েছেন প্রকাশ রায়।
আরও পড়ুনঃ খুনে অভিযুক্ত ধৃত তৃণমূল উপপ্রধানের চার দিনের পুলিশ হেফাজত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584