লকডাউনে প্রতিভার খোঁজে ইন্ডিয়ান আর্ট লিগ, সঙ্গী রোটারি ক্লাব

0
75

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের এই চূড়ান্ত প্রতিকূলতাকে জয় করল ‘ইন্ডিয়ান আর্ট লিগ’। লকডাউন শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এই অন্ধকারাচ্ছন্ন থমথমে পরিবেশে আশার আলো জ্বালাতে আসে ইন্ডিয়ান আর্ট লিগ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নতুন প্রতিভা খুঁজে নিতেই এই উদ্যোগ। নাচ, গান ও অভিনয় এই তিনটি ক্ষেত্রে লি’লস্টার ও সুপার স্টার খুঁজে নিতে উদ্যত ইন্ডিয়ান আর্ট লিগ দীর্ঘ চার মাসের পরিশ্রমের পর খুঁজে বের করেছে তাদের বিজয়ীদের।

Art league | newsfront.co

প্রথমবার একটি অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্যোগ নিয়ে ইন্ডিয়ান আর্ট লিগ ঘরবন্দি মানুষের মনে কিছুটা আনন্দ দিতে পেরেছে। সুরজিৎ কালার মস্তিস্কপ্রসূত এবং আলগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর, সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানি, ফ্রেন্ডস কমিউনিকেশন ও কল্যাণ ভৌমিক অ্যান্ড অ্যাসোসিয়েটস -এর উদ্যোগে তৈরি হয় এই অনলাইন মঞ্চ।

Artist | newsfront.co

গান, নাচ ও অভিনয়, এই তিনটি বিষয়ে ইন্ডিয়ান আর্ট লিগ খুঁজে নিল ইন্ডাস্ট্রির নতুন মুখদের। সঙ্গে থাকলেন রাঘব চ্যাটার্জি, লোপামুদ্রা মিত্র এবং দেবজ্যাতি মিশ্রর মতো বিশিষ্ট শিল্পীরা। এই গানের বিভাগের বিচারকের আসনে ছিলেন সুদর্শন চক্রবর্তী। নাচের বিভাগে অলকানন্দা রায়।

আরও পড়ুনঃ দেবলীনা-দেবদূতের ‘ভালোবাসা পজিটিভ’

অভিনয় বিভাগের বিচারক হিসেবে গার্গী রায়চৌধুরী, অরিন্দম শীল ও প্রযোজক ফিরদাসুল হাসান। গানে মেন্টরের আসনে শুভঙ্কর ভাস্কর। নাচের মেন্টর মাণিক পাল ও সোনিয়া শীল। অভিনয় বিভাগের মেন্টর ছিলেন প্রণবেশ চন্দ্র।

সামাজিক কাজে সক্রিয় ‘রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি’, ‘ইন্ডিয়ান আর্ট লিগ’- এর সঙ্গে হাত মিলিয়ে এই প্রথম এহেন অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্যোগ নেয়। ঘরবন্দি মানুষদের এক নতুন আশার আলো দেখাতে বিশ্বব্যাপী এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।

আরও পড়ুনঃ ডিসকভারিতে ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২,৫০০-রও বেশি প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথমে অডিশন, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও সবশেষে ফাইনাল হয়। ইন্ডিয়ান আর্ট লিগ ফাইনালটির সঞ্চালনা করলেন সুচরিতা দে এবং ফাইনালের মাধ্যমে ছয়টি ভিন্ন বিভাগ থেকে বেছে নেওয়া হল বিজয়ীদের।

লি’ল স্টার সিংগিং- আহিরী মুখার্জি, সুপার স্টার সিংগিং – অঙ্কিতা বসু, লি’ল স্টার ডানসিং- স্নেহা শাহ, সুপার স্টার ডানসিং – তৃষা সেন, লি’ল স্টার অ্যাক্টিং- শ্রেয়ান সেন, সুপার স্টার অ্যাক্টিং- অর্পিতা দাস।

এছাড়াও একটি বিশেষ পদক দেওয়া হয় বিশেষ কিছু প্রতিযোগীদের, যাঁরা মন কেড়েছেন ‘রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি’র প্রত্যেকের। “রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড” পদে ভূষিত করা হলো লি’ল স্টার সিংগিং – সৌমাল্য দাস, সুপার স্টার সিংগিং- সায়ানি নাথ, লিল স্টার ডানসিং- সিঞ্চিত সিহি, সুপার স্টার ডানসিং – পূজা প্রধান, লি’ল স্টার অ্যাক্টিং- সংগীতা ভট্টাচার্য, সুপার স্টার অ্যাক্টিং- ফোয়ারা ঘোষকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here