নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শীতের মরসুমে রঙীন শীতকালীন কার্ণিভালে মাততে চলছে মেদিনীপুর।আগামী ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে, জেলা প্রশাসনের উদ্যোগে “শীতকালীন কার্নিভাল”। জেলা প্রশাসনের কথায়- খেলার উৎসব, সংস্কৃতির উৎসব, সবার উৎসব!
আগামীকাল এই উৎসবের উদ্বোধন উপলক্ষে, আজ মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে চলছে জোরদার প্রস্তুতি। বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে, আগামীকালের অনুষ্ঠানের রিহার্সাল বা মহড়া চলছে, উৎসাহ ও উদ্দীপনার সাথে।
আছেন, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রশিক্ষক, আধিকারিক এবং শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকারা। আছেন অনেক আগ্রহী সাধারণ মানুষও।
বিকেল ৩.৩০ টা নাগাদ, এই কার্নিভাল উপলক্ষে সকলকে নিয়ে একটি সুসজ্জিত পদযাত্রা শহর প্রদক্ষিণও করল।
কার্ণিভালকে কেন্দ্র করে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।সবমিলিয়ে, জেলাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই “শীতকালীন কার্নিভাল” শুরুর আগেই এক উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584