নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আদর্শ শিশু বিকাশ কেন্দ্র ও সারদা আশ্রমে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো।দুটি প্রতিষ্ঠানের আবাসিক পড়ুয়াদের মধ্যে হাসি ফোটাল।স্কুল ড্রেস আর শীতের পোশাক পেয়ে খুশি পড়ুয়ারা।
সমাজকর্মী রোশেনারা খাঁনের উদ্যোগে মেদিনীপুর শহরের পাথরঘাটা এলাকায় অবস্থিত আবাসিক দুঃস্থ ছাত্রদের মধ্যে এবং মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথ পুরের সারদা আশ্রমের আবাসিক দুঃস্থ ছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
আদর্শ শিশু বিকাশ কেন্দ্রের ৩২ জন আবাসিক ছাত্রের হাতে স্কুলের পোশাক তুলে দেন রোশেনারা খাঁন। পোশাক পেয়ে খুশি আমান আলী,হাবিব খাঁন, শ্রীমান মুদী, মঙ্গল মুর্মু, সুমেরুণ মন্ডল সহ অন্যান্যরা।তাঁরা বিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য রোশেনারা খাঁনকে ধন্যবাদ জানান আদর্শ শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক ফায়সল হোসেন। পাশাপাশি এদিন মেদিনীপুর সদর ব্লকের রামনগর গোপীনাথপুরের সারদা আশ্রমের আবাসিক ২০ জন ছাত্রীর হাতে শীত নিবারণের প্রয়োজনীয় কম্বল তুলে দেন রোশেনারা খাঁন।
তাঁদের আশ্রমের ছাত্রীদের পাশে দাঁড়ানো জন্য রোশেনারা খাঁনকে ধন্যবাদ জানান আশ্রমের প্রব্রাজিকা বেদবতী,প্রব্রাজিকা সুলভা সহ অন্যান্য প্রব্রাজিকারা।শীতের মুখে নতুন কম্বল পেয়ে খুশি বৈশাখী হেমরম,রাজ্যশ্রী মাহাত,স্নেহা কামিল্যা,মৌমিতা মুদী,সুখী হেমরম সহ অন্যান্যরা।উভয় কর্মসূচিতেই রোশেনারা খাঁনের সাথে ছিলেন সমাজকর্মী চন্দ্রিমা সামন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584