বদরুল আলম, মেদিনীপুর:-
মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গোয়ালতোড় কলেজের ছাত্রছাত্রী শীতবস্ত্র প্রদান করা হলো আজ ।
শীতের মরশুমে শীত বস্ত্র পেয়ে বেজায় খুশী গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধ শত বার্ষিকি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । আজ মেদিনীপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের উদ্যোগে কলেজের বিপিএল তালিকাভুক্ত ৬০০ জন ছাত্র-ছাত্রীর হাতে শীতের বস্ত্র ও জামা প্যান্ট তুলে দেওয়া হয় ।
একই সঙ্গে সেবা নিয়ে একটি আলোচনা সভারও অায়োজন করা হয় কলেজের সেমিনার হলে । উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী মায়াধীশানন্দ , স্বামী শশধরানন্দ , কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: অরুপ রতন চক্রবর্তী , কলেজ পরিচালন সমিতির সভাপতি ও এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাত প্রমুখ ।
স্বামী মায়াধীশানন্দ মহারাজ বলেন , ” আমরা প্রতি বছরেই এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন স্কুল কলেজে করে থাকি । এবার জঙ্গল মহলের গোয়ালতোড় কলেজ কে বেছে নিয়েছি । খুব ভালো লাগছে জঙ্গল মহলের ছাত্র ছাত্রীদের হাতে পোশাক তুলে দিতে পেরে । আগামী দিনে জঙ্গল মহলের আরো অন্য স্কুল কলেজে এই ধরনের প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে ।
রামকৃষ্ণ মিশন এই ধরনের অনুষ্ঠান করায় খুশী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুপ রতন চক্রবর্তী , খুশী কলেজের ছাত্র সংসদের ছাত্রী নেত্রী পম্পা পাইনও ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584