কালী পুজো উপলক্ষে শীতবস্ত্র দান ও চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন

0
66

হরষিত সিং, মালদহঃ
মালদা শহরের মকদুমপুর “অমল স্মৃতি সংঘের” কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ শুখেন্দু শেখর রায় ও আবু হাসান খান চৌধুরী।সোমবার রাতে কালী পূজা উপলক্ষে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র ও পাওয়ার চশমা বিতরণ করা হয়।অমল স্মৃতি সংঘের শ্যামা পূজো এ বছর ৫৮ বছরে পা দিয়েছে।এদিন প্রায় ৭০০ জন দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।৫০ জন দুস্থকে বিনামূল্যে চক্ষু চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়ে পাওয়ার চসমা প্রদান করা হয়।

ছবিঃ অভিষেক দাস

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ শুখেন্দু শেখর রায়, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী, ক্লাব সভাপতি ধীরেন্দ্র নাথ চক্রবর্তী,সম্পাদক বৈদ্যনাথ দাস সহ অন্যান্য অতিথিরা। প্রতিবছরের ন্যায় এই বছরও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।এর পাশাপাশি দুঃস্থদের পাওয়ার চশমা বিতরণ করা হয়।ক্লাবের উদ্যোগে নবদ্বীপের আলোকসজ্জা সেজে উঠে মকদমপুর এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here