কবির হোসেন, মুর্শিদাবাদঃ
আজ রবিবার সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রামে সানন্দ অনাথ আশ্রমে বস্ত্রদান করল বিডিও অফিস কর্মচারীবৃন্দ। এই উপলক্ষে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ, ভরতপুর বিডিও আশিস মণ্ডল।রবিবার সকালে সোনারুন্দি রাজবাড়ীতে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এদিনের অনুষ্ঠানে মোট ৫৮ জনকে শীত বস্ত্র দান করা হয়। এর পাশাপাশি এদিন নবান্ন উৎসবও পালন করা হয়। সকল শিশুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, এই দিনের অনুষ্ঠানটির সমস্ত খরচ সালার ব্লক অফিসের কর্মীবৃন্দরা নিজেরাই বহন করেন। আজ সোনারুন্দি রাজবাড়ীকে কেন্দ্র করে পর্যটক কেন্দ্র গড়ে তোলা যায় কিনা সেই বিষয়টা দেখবেন বলে আশ্বাস দেন মহকুমা শাসক।
রাজবাড়ী প্রাঙ্গণে উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের, এছাড়া অনাথ আশ্রমের কচিকাঁচা শিশুরা সংগীত ও নাচ প্রদর্শন করে। এদিনের এই অনুষ্ঠানে সানন্দ আশ্রম কর্তৃপক্ষ থেকে একটি ষান্মাসিক পত্রিকা প্রকাশ করা হয়। এই পত্রিকা ভরতপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডলের একটি লেখা ছাপা হয় এবং ভরতপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মহকুমা শাসক নবিন কুমার চন্দ রাজবাড়ি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। উল্লেখ্য, এই রাজবাড়ী ও এখানকার পুকুরের মাছ দেখতে প্রতিদিন অনেক পর্যটক এখানে আসেন। সেই পরিপ্রেক্ষিতে কান্দি মহকুমা শাসক সোনারুন্দি রাজবাড়িকে সামনে করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় কিনা সে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনায় কথা বলেন।
মহকুমা শাসক আরো বলেন যে, তিনি এই অনাথ শিশুদের মধ্যে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছেন। তাদের যে কোন সমস্যার জন্য তিনি সাহায্য করতে প্রস্তুত। ভরতপুর দু’নম্বর বিডিও আশিস মণ্ডল বলেন, আমরা অনেকদিন ধরে এই অনুষ্ঠানটি করার বিষয়ে আলোচনা করেছিলাম আমাদের ব্লকের সমস্ত কর্মীদের সঙ্গে এবং তারা নিজেরাই স্বেচ্ছায় অর্থ সাহায্য করেছে। যার জন্য তিনি তাঁর কর্মীদের ধন্যবাদ জানান এই মহান কাজে এগিয়ে আসার জন্য।
আরও পড়ুনঃ গৌরবময় যুদ্ধ বিজয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হাজারদুয়ারি প্যালেসে
বিডিও অনাথ আশ্রমের যাহারা দেখাশুনা করেন তাদেরকেও শীত বস্ত্র বিতরণ করেন। এদিনের সমগ্র অনুষ্ঠানটি ভরতপুর ব্লক অফিসের কর্মী বৃন্দরা আয়োজন করে এবং ব্লক কর্মীরা প্রত্যেক মাসে ৫০ কেজি করে চাল দেওয়ার কথাও ঘোষণা করেন এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584