তাঁতিগেড়িয়ায় দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

0
41

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার দুপুরে মেদিনীপুর শহরের মানিক লাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় শহরের তাঁতিগেড়িয়ায়। এদিন কর্মসূচির শুরুতে প্রয়াত শিক্ষক মানিক লাল দাসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়।

নিজস্ব চিত্র

এদিন কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্মাদক নকুল মন্ডল। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি তথা গোয়ালতোড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক মধুপ দে, সংস্থার কার্যকরী সভাপতি ভিটিটি কলেজের অধ্যাপক বিশ্বজিৎ সেন, মৌপাল দেশপ্রাণ বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, প্রাক্তন কাউন্সিলর কাজলমণি মুর্মু, সমাজসেবী তথা প্রকাশক রিঙ্কু চক্রবর্তী, অর্জুনপল্লী উন্নয়নী জ্ঞান মন্দির বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ বক্সী, সমাজসেবী মন্টু হুতাইত, ফকুরুদ্দিন মল্লিক, গৌতম ভকত প্রমুখ।

নিজস্ব চিত্র

সংস্থার পক্ষ থেকে দেড় শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের পক্ষে সঞ্চালনা করেন সুদীপ কুমার খাঁড়া। এদিন মোট ১৭৫ জন দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here