সাথে পুলিশ,ঘরে ফিরলেন কাউন্সিলর

0
63

সুদীপ পাল,বর্ধমানঃ

আঠারো দিন ঘরছাড়া থাকার পর পুলিশি পাহারায় বাড়ি ফিরলেন দুর্গাপুরের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল।

With police councillor returned home
ঘরে ফিরলেন কাউন্সিলর।ছবিঃপ্রতিবেদক

কোকওভেন থানার পুলিশ তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়।ফের অশান্তি হতে পারে এই আশঙ্কায় বাড়ির সামনে পুলিশের পাহারার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য,অভিযোগ উঠেছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ভোট পর্ব শেষ হওয়ার পর দুর্গাপুরের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর স্থানীয় আশীষ নগরের বাসিন্দাদের বাড়ি বাড়ি ঢুকে তাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি এই অনুমানে মারধর করেন। নির্বাচনের পরে সিপিএমের এক পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে তাঁর নামে। এরপর স্থানীয় বাসিন্দাদের একাংশ চড়াও হয় ঐ কাউন্সিলরের বাড়িতে। সেই রাত থেকেই এলাকা ছাড়া হয়েছিলেন কাউন্সিলর। দলের কাছে ঘরে ফেরার আর্জি জানান তিনি।

সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, এই ঘটনাতে তিনি সম্পূর্ণভাবে বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এর পেছনে কে বা কারা আছেন সেসব তথ্য তাঁর কাছে আছে। সময় এলেই প্রকাশ করবেন। এই ঘটনাতে কোন গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব রয়েছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। সম্পূর্ণ রিপোর্ট তিনি দলকে দেবেন।

আরও পড়ুনঃ আইনজীবীদের কর্মবিরতিতে অন্নহীন হওয়ার মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরাও

পুলিশি পাহারা উঠে গেলে ফের অশান্তি হতে পারে এই নিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করেন কাউন্সিলর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here