সজিবুল ইসলাম,মুর্শিদাবাদঃ
সন্ধার পরে হঠাৎ এক যুবক মোবাইলের দোকানে এসে একটি পুরনো মোবাইল বিক্রি করতে চায়। দোকান মালিক সেই মোবাইল টি ক্রয় করতে না চাইলে ওই যুবক বলেন, “দোকান রেখে লাভ কি তাহলে? বন্ধ করে রাখলে হয়।“ এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতেই যুবকটি দোকান থেকে বেরিয়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে ছুটে আসেন সেই দোকানে।তখন দোকান মালিক কে না পেয়ে কর্মচারীর উপর চড়াও হয়।
এই ঘটনার খবর পেয়ে জলঙ্গী থানার ওসি সৌম্য দে সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে জলঙ্গী বাজারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাজার কমিটি সহ দোকান মালিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ হরিপুর গ্রামে উৎকর্ষ বাংলা কেন্দ্র উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী
বাজারের অন্য দোকান মালিকদের বক্তব্য যে এই ধরনের ঘটনা এই প্রথম না এর আগেও এমন ঘটনা ঘটেছে।তাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেন যে যাতে বাজারের শান্তি বজায় থাকে পুলিশ প্রশাসন যেন সেই পদক্ষেপ নেয়। এই ঘটনার পুর ঘটনাপঞ্জী সিসিটিভি ক্যামেরায় আবদ্ধ করা হয়েছে বলেও জানা গিয়েছে সূত্র মারফৎ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584