বিক্ষুব্ধ প্রার্থীদের প্রার্থীপদ তুলে নিতে আবেদন তৃণমূল জেলা সভাপতির

0
50

শ্যামল রায়,বর্ধমানঃআসন্ন  পঞ্চায়েত নির্বাচন ঘিরে মামলা হাওয়ায় ভোটের হাওয়া থিতিয়ে পড়েছে। নীরব দর্শকের ভূমিকা পালন করছেন সবকটি রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকরা। তবে নির্বাচনকে ঘিরে মামলা এটা অনেকেই ভালো চোখে দেখছে না বলে গুঞ্জন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে।
তবুও সোমবার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতিতে দেখা গেল যে তৃণমূলের নেতারা তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার বিষয়ে সচেতন ভাবে এগোচ্ছেন এবং প্রত্যাহার করছেন বলে জানা গিয়েছে।
তবে পূর্ব বর্ধমান জেলায় দেখা গিয়েছে যে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে বিক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা মনোনয়নপত্র দাখিল করে বসে আছে বলে খবর।
গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ছয় শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে বসে আছে এমনকি পঞ্চায়েত সমিতি তো দেড় শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে বসে আছে এছাড়াও জেলা পরিষদে চারটি আসনে তৃণমূলের একটা বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে।
সোমবার তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়ে দিয়েছেন যে যারা দলের অনুমোদন প্রাপ্ত symbol নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তারাই একমাত্র প্রার্থী হিসাবে থাকবেন যারা তৃণমূল করছে অথচ প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছে তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করে তাহলে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে। এরকমটা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।
তাই সোমবারও বহু ব্লগে যারা তৃণমূলের দল করেন অথচ প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রত্যাহার করার জন্য তৃণমূল নেতারা আবেদনপত্র নিয়ে প্রত্যাহার করার বিষয়টি সেরে ফেলেছেন শুধুমাত্র অপেক্ষা আদালতের রায় শোনার জন্য।
তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ আরও জানিয়েছেন যে আমাদের দলের প্রার্থী হতে চেয়ে লম্বা লাইন পড়ে গেছে। দল সিদ্ধান্ত নিয়েছে কাদের কাদের প্রার্থী করবে তবুও অনেকেই প্রার্থী করা সম্ভব নয় তাই তারা ক্ষুব্দ হয়ে প্রার্থী হতে চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের কাছে আবেদন করা হয়েছে তৃণমূল দল করলে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে তৃণমূল দল করতে হবে নইলে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন তিনি‌

সংগৃহীত ছবি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here