মনিরুল হক, কোচবিহারঃ
তিনদিনের টানা বর্ষণে আপাতত কিছুটা বিরাম থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কোচবিহারের সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কোচবিহার জেলাজুড়ে। তবে বৃহস্পতিবার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে।
এই দিন তুফানগঞ্জের কাছে রায়ডাক নদীতে জারি করা লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে। একই সাথে মাথাভাঙ্গার মানসাই নদীর অসংরক্ষিত এলাকার লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলা জুড়ে সামান্য বৃষ্টিপাত হয়েছে। কোচবিহার সদরে বৃষ্টি হয় ১৮.৩০ মিমি, তুফানগঞ্জে ৪৩.৪০ মিমি ও মাথাভাঙ্গায় ৪১.২০ মিমি। জল নামতে শুরু করলেও এখন পর্যন্ত ৩৭টি ত্রাণ শিবিরে ৫,৫৫০ জন মানুষ রয়েছেন।
জেলাশাসক কৌশিক সাহা জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। নদী গুলি থেকে জল নামতে শুরু করায় নদী গুলিতে জারি করা লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের ত্রিপল শুকনো খাদ্য পাশাপাশি তাদের রান্না করা খাবার দিয়েও সাহায্য করা হচ্ছে। রায়ডাক নদীর জল নামতে শুরু করলেও এখন পর্যন্ত তুফানগঞ্জ ২নং ব্লকের ১০টি ত্রাণ শিবিরে বহু মানুষ রয়েছে। এখানে নদীতে লাল সতর্কতা জারি হওয়ায় নদীর জল উপচে জল ঢুকে পড়েছে ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই।
তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিও ভগীরথ হালদার জানান, পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। তবে বিস্তৃর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি হওয়ায় সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক আরও কিছুটা সময় লাগবে।
আরও পড়ুনঃ দূর্ঘটনা কমাতে বিদ্যুতের খুঁটি দিয়ে বাম্পার, শুনে হতবাক মন্ত্রী
এদিকে নদীর জল নামা মাত্রই কোচবিহার ২ নং ব্লক জুড়ে শুরু হয়েছে ভাঙ্গন পরিস্থিতি। তোর্ষা ও ঘরঘরিয়ার ভাঙ্গনে ওই ব্লকের বিভিন্ন এলাকা প্রচুর কৃষিজমি বাড়িঘর নদী গর্ভে তলিয়ে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584