সুদীপ পাল,বর্ধমানঃ
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী কর্মীরা চুক্তি নবীকরণ এবং বেতনের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন।অবশেষে সমস্যার সমাধান হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।সমস্যার সমাধান এর সাথে সাথেই তুলে নেওয়া হয়েছে অবস্থান বিক্ষোভ।কর্মীদের সূত্রে জানা যায়,গত ৮ আগস্ট তাঁদের চাকরির মেয়াদ এর চুক্তি শেষ হয়,কিন্তু তার পরেও তাঁদের কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকরিতে নবীকরণ করা হচ্ছে না অথচ তাঁদের কাজ চালিয়ে যেতে বলা হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রতিবাদের নামেন তাঁরা।আন্দোলন চলাকালীন এক কর্মীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে বদলি করা হলে আন্দোলনের জটিলতা আরও বেড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেউ ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। কিন্তু তাতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও নমনীয় মনোভাব দেখানো হয়নি।এরপর অস্থায়ী কর্মীদের সাথে স্থায়ী কর্মীরাও আন্দোলনে যোগ দেন।তার জেরে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে থাকে। সমস্যার দ্রুত সমাধানের জন্য আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন উপাচার্য সাধন চক্রবর্তী এবং রেজিস্টার সিতাংশু কুমার গুহ।দীর্ঘ পাঁচ ঘণ্টা আলোচনার পর আন্দোলনকারীদের দাবিগুলি নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। উপাচার্য সাধন চক্রবর্তী বলেন,দাবীগুলি উপযুক্তভাবে এক্সিকিউটিভ মিটিংয়ে বিবেচনা করা হবে।
আরও পড়ুনঃ রেল লাইন পারাপার করতে গিয়ে জখম রিক্সা চালক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584