সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
এনটিপিসি এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তিন ডাকাতকে পাকড়াও করলো ফরাক্কা থানার পুলিশ। আজ বুধবার বিকেল নাগাদ ঝাড়খন্ড বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের প্রত্যেকের বাড়ি ঝাড়খন্ড এলাকায়। ইতিমধ্যেই দুই ব্যাগ ভর্তি টাকাও উদ্ধার করেছে পুলিশ। এদিকে ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্ত পুরো গ্যাং’য়ের সন্ধান চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ। উল্লেখ করা যেতে পারে, ফরাক্কা এনটিপিসি এলাকায় ভরদুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভয়াবহ ডাকাতি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার এসডিপিও আসিম খান।
আরও পড়ুনঃ ধর্ষণের ঘটনা কমাতে বাড়ীর পরিবেশ ঠিক করতে হবে, নিদান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে বাংলা ঝাড়খন্ড সীমান্তে নজরদারীর নির্দেশ দেন। ঠিক তারপরেই অপরাধীদের মধ্যে তিনজনকে ধরতে সক্ষম হয়েছে ফরাক্কা থানার পুলিশ। মোট কত টাকা ডাকাতি হয়েছে তা সঠিক ভাবে জানা না গেলেও পুলিশ সূত্রে খবর, ওই ব্যাংক থেকে কয়েক কোটি টাকা লুট করে নিয়ে পালায় ডাকাত দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584