সাম্প্রদায়িক ঐক্য ছাড়া কখনই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: আরএসএস প্রধান

0
73

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ছবি সংগৃহীত

উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কথা ছেড়ে রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানের সভামঞ্চ থেকে সাম্প্রদায়িক ঐক্যের বার্তাই দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

এই অনুষ্ঠানে তিনি বলেন, ভারতবাসী মানে তিনি শুধুই একজন ভারতীয়। এদিনের অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, যিনি বলবেন ভারতে মুসলিমরা থাকবেন না, তিনি হিন্দু নন। পাশাপাশি গোরক্ষার দোহাই দিয়ে সংখ্যালঘুদের আক্রমণ প্রসঙ্গেও তাঁর মতামত শোনা যায় এদিনের বক্তব্যে। ” যাঁরা গোরক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দু বিরোধী। ভারতের হিন্দু-মুসলমান একই উৎস থেকে এসেছেন, ” একথাই বললেন ভাগবত। আরএসএস প্রধানের দাবি, একেবারেই ভোটের স্বার্থে একথা বলছেন না তিনি। তাঁর বিশ্বাস, গরু একটি পবিত্র প্রাণী, কিন্তু গোরক্ষা-র দিয়ে কাউকে আক্রমণ করার অর্থ হিন্দুত্ব থেকে বিচ্যুত হওয়া। আইনকে আইনের পথেই চলতে দেওয়া উচিত।

ভারতে মুসলিমরা বিপদে আছেন, এই প্রচারে ভারতীয় মুসলিমরা প্ররোচিত হবেন না এমনটাই তাঁর বিশ্বাস বলে এদিনের সভায় বললেন সংঘের প্রধান। মোহন ভাগবতের বক্তব্যে এদিন উঠে আসে জাতীয়দাবাদ ও দেশপ্রেমের কথা। তিনি বলেন, সাম্প্রদায়িক ঐক্য ছাড়া কখনই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আর সেই জন্যই দরকার দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রসার । হিন্দু মুসলমানের ধর্মীয় মত পার্থক্য থাকতে পারে, সে নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তা যেন কখনোই বৈরিতায় না পরিণত হয়।

তাঁর বক্তব্যে এদিন শোনা গিয়েছে গণতন্ত্রের কথা, ধর্ম নির্বিশেষে সমাজের উন্নয়নের কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here