কারণ না দেখিয়েই কর্মবিরতি গোঘাট বিদুৎ বণ্টন দপ্তরে,দুর্ভোগে গ্রাহক

0
227

নাদিহা বেগম,আরামবাগঃ

কোন নোটিশ ছাড়াই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরের গোঘাট শাখার কর্মীরা অফিসে কোন কাজ না করে কর্ম বিরতি পালন করলেন শুক্রবার। তাদের কর্ম বিরতির জেরে এই এলাকা ও অফিসের সমস্ত কাজ লাটে উঠেছে। সারা দিন কোন কাজও হয়নি। না অফিসের ভিতরে, না বাইরে।ফলে ব্যাপক বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। তাদের নিজ নিজ কাজে এসেও ফিরে যেতে হয়েছে। এতে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ দেখান সাধারণ গ্রাহকরা । বহু দূর দূরান্ত থেকে গ্রাহকেরা অফিসে বিল জমা দিতে আসেন।

নিজস্ব চিত্র

কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বিল জমা নেন নি। স্বাভাবিক ভাবেই তারা প্রশ্ন করেন যে, ডেট ওভার হয়ে গেলে তার ফাইন হয়। কিন্তু তারা ফাইন দেবেন কেন। এদিকে কেন এবং কিজন্য এই কর্ম বিরতি ও ধর্মঘট সে বিষয়ে কোন মুখ খোলেননি দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা। এতে ব্যাপক সমস্যার সম্মূখীন হন বহু গ্রাহক।

নিজস্ব চিত্র

যদিও বিল জমার ব্যাপারে বিদ্যুৎ দপ্তর দায় নেবে না বলে জানাচ্ছেন এক অাধিকারিক। প্রশ্ন উঠেছে, সরকারী অফিসে ভিতর থেকে তালা দিয়ে ধর্মঘট করা যায় কি ?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here