সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ের প্রিন্সিপালকে বিনা নোটিশে, কোনও কারণ না দেখিয়ে স্থানান্তরিত করা হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত একটি বেসরকারি সংস্থা- এসটি স্টিফেন বিদ্যালয়ে।
খ্রিস্টান মিশনারি বোর্ডের কর্তৃপক্ষ নতুন প্রিন্সিপাল নিয়োগ করলে পুরনো প্রিন্সিপালকে ফিরিয়ে আনার দাবিতে নতুন প্রিন্সিপাল অফিসের সামনে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা।
পুরাতন প্রিন্সিপাল সুমন বাবু শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। অভিভাবকদের অভিযোগ যে, আজ হঠাৎ নতুন প্রিন্সিপাল বিশ্বরূপ মণ্ডল দুই জন বন্দুকধারী ও বেশ কিছু বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। সুমন বাবুর অফিস ঘরের তালা ভাঙারও অভিযোগ ওঠে তাঁর নামে।
আরও পড়ুনঃ জলমগ্ন বাসস্ট্যান্ড, ভোগান্তি নিত্যযাত্রীদের
আজ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়ে নতুন প্রিন্সিপাল বিশ্বরূপ মণ্ডল অফিস ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে সেই নিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ হন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ। বজবজ থানার পুলিশ পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। নতুন প্রিন্সিপাল বিশ্বরূপ মন্ডলের কাছে সমগ্র বিষয়টি জানতে গেলে তিনি মিডিয়ার সাথে দুর্ব্যবহার করেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584