নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভগবানগোলা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামের গঙ্গার পাড় বাঁধানো নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, অবৈধভাবে গঙ্গার পাড়ের চাষিদের কৃষি জমির ফসল তাদের না জানিয়ে কেটে নেওয়া হচ্ছে। এক কৃষক অভিযোগ করেন, আমার জমির ফসল আমাকে না জানিয়েই কেটে নিচ্ছে, নষ্ট করছে। মাটিও কাটছে। আমি বারণ করতে গেলেও শোনেনি।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ
সরকারি প্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য মানসুরা বিবি, গ্রাম পঞ্চায়েত সদস্য একাব শেখ, শেখ সফরীদ বলেন, আমরা কন্ট্রাক্টরের সুপারভাইজারের কাছে কত টাকার কাজ বা কাজের নিয়ম জানতে গেলে সে আমাদের তাও।জানাননি।
সুপারভাইজার জানান, আমি কর্মচারী, আমি কিছুই জানি না। আমি এখানে শুধু কাজ হচ্ছে কি না, তা দেখার জন্য আছি। কোম্পানি আমাকে সেই কারণেই পাঠিয়েছে।
এদিকে কন্ট্রাকটরকে ফোন করা হলে তিনি বলেন, ৩ কোটি ৩৫ লক্ষ টাকার কাজ। আমরা স্থানীয় মানুষকে বশ করার জন্য কন্ট্রাক্ট দিয়েছি। কীভাবে কাজ করছে সেটা দেখার জন্য আমাদের ইঞ্জিনিয়ার আছে।
অন্যদিকে গ্রামবাসীরা অভিযোগ করেন, কাজে ব্যবহৃত পুরনো এবং ছেঁড়া বস্তায় ঠিকভাবে মাটি ভরাট করা হচ্ছে না। যে চাটাইগুলি ব্যবহার করা হবে, সেই চাটাইগুলি পুরনো এবং ভাঙা।
গ্রামবাসীরা আরও বলেন যে তারা কাজের নিয়ম সম্পর্কে জানতে গেলে তাদেরকে কিছু বলা হচ্ছে না। এক শ্রমিক।সরবরাহকারী আয়ুব আলি জানান, কোম্পানি আমাদের যেভাবে কাজ করতে বলেছে, আমরা সেভাবেই কাজ করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584