সময় নষ্ট করে পূর্ব প্রস্তুতি ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে লকডাউনঃ অধীরের

0
47

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

অধীর চৌধুরী মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই সরকার আচমকা লকডাউন ঘোষণা করায় দেশজুড়ে বহু মানুষ ভোগান্তিতে রয়েছে। আর প্রধানমন্ত্রী বারবার খালি নিজের প্রশংসা করে যাচ্ছেন রাজ্যগুলির অবদান কেউ অভিনন্দন জানাতে হবে।

Adhir Chowdhury | newsfront.co
ফাইল চিত্র। চিত্র সৌজন্যঃ এএনআই

লকডাউন প্রসঙ্গে তিনি বলেন,’কোভিড-১৯ প্রথম ধরা পড়ে চিনে, ডিসেম্বরের গোড়ায়। জানুয়ারি থেকে এর সংক্রমণ বাড়তে থাকে। বহু দেশ সেই সময় থেকেই এই সঙ্কটের মোকাবিলা করতে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আমাদের সরকার এসবকে বেশি গুরুত্ব দেয়নি।’

তবে করোনা অতিমারি মোকাবেলার ক্ষেত্রে ভারতের সচেষ্ট ভূমিকাকে মেনে নিয়ে তিনি জানিয়েছেন,’জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কেন্দ্র মূল্যবান সময় নষ্ট করেছে। তারা যদি আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিত পরিস্থিতি এতটা খারাপ হত না।’

উল্লেখ্য পূর্বে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পূর্ব পরিকল্পনা ছাড়াই লকডাউন ঘোষণার জন্য সরকারকে প্রশ্ন করেছে । দেশজুড়ে বহু জায়গায় হঠাৎ লকডাউন এর জেরে আটকে রয়েছে অসংখ্য পরিযায়ী শ্রমিক। কখনো দিল্লি বা কখনো মুম্বাইয়ের বান্দ্রা দেশজুড়ে বহু জায়গায় একই চিত্র ধরা পড়ছে। এরমধ্যে আবার আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার ভাষণে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন জারি রাখার কথা ঘোষণা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here