নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের তিন বিধানসভার উপ-নির্বাচনে জয়ের পর, ফের স্কুল পরিচালক মন্ডলীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের কসবাগোলা এফওবি হাই মাদ্রাসা স্কুলের পরিচালক মন্ডলীর নির্বাচনে ছ’টি আসনের মধ্যে ৬টি’তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল সমর্থিত প্রতিনিধিরা।
স্কুল সূত্রের খবর, শনিবার নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন তোলা ও জমা দেওয়ার শেষ দিন ছিল। এ দিন বেলা দু’টো পর্যন্ত মনোনয়ন তোলা ও জমা দেওয়ার সময় ছিল। সেক্ষেত্রে বিরোধীরা কোনও মনোনয়ন দাখিল করেনি। শুধুমাত্র তৃণমূলের প্রতিনিধিরা মনোনয়ন তুলে জমা দিয়েছে। তাই ওই স্কুলের পরিচালক মন্ডলীর নির্বাচনে ছ’টি আসনেই জয়ী হল তৃণমূল।
আরও পড়ুনঃ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলেও সংশয় মিন চাষিদের ভবিষ্যৎ নিয়ে
জয়ী প্রতিনিধিদের নাম যথাক্রমে ফাতেমা বিবি, আজিবুল খান, শেখ নাসিরুদ্দিন, রেইস আলম খান, শেখ আফতাজল হোসেন, শেখ আজিবুল রহমান।কসবাগোলা এফওবি হাই মাদ্রাসা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল খান বলেন, “জয়ী প্রতিনিধিদের আমি অভিনন্দন জানাই। আগামী ২২ ডিসেম্বর তাঁদের শংসাপত্র দেওয়া হবে। আমি আশা করছি তাঁরা স্কুলের উন্নয়নে এগিয়ে আসবেন। সর্বদাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকবেন।”
পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক কুমার দাস বলেন, “এখানে বিরোধীদের কোনও অস্তিত্ব নেই বলেই মনোনয়ন দিতে পারেনি। মানুষ আমাদের পাশে রয়েছে। তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছ’টি আসনেই জয়ী হয়েছি।”
এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে, পাঁচরোল গ্রাম পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ সোম, পাঁচরোল অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি শেখ মুক্তাজল, অঞ্চল যুব তৃণমূল সভাপতি চন্দন রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য ইয়াহিয়া খান ও শেখ আস্পাতুল্লাহ খান প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584