অভিযোগ জানাতে রাত্রি থেকে মহিলাদের ভিড় মহকুমা শাসকের দফতরে

0
88

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

নিজস্ব চিত্র

গণ অভিযোগ দিবসে অভিযোগ জানাতে গতকাল রাত্রি থেকে মহিলাদের ভিড় বাঁকুড়া মহকুমা শাসকের দফতরে।রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন।চালু করেছেন ‘বাংলার আবাস যোজনা’ কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষই বাংলার আবাস যোজনা ঘর পাননি।

রুমা গড়াই,অভিযোগকারী।নিজস্ব চিত্র

সেই ছবি আজ ধরা পরল আমাদের ক্যামেরায়।রাত থেকেই মহকুমা শাসকের দফতরের সামনে অভিযোগ জানাতে ভিড় জমিয়েছেন প্রায় হাজার খানেক মহিলারা।

আজ গণ অভিযোগ দিবস তাই বাঁকুড়া শহরের ২৪টি ওয়ার্ডের প্রায় হাজারখানেক মহিলা রাত থেকেই মহকুমা শাসকের দফতরে সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে তারা তাদের অভিযোগ জানাতে সরব।তাদের দাবি তারা বারবার স্থানীয় কাউন্সিলরদের জানিয়েও ঘর, বার্ধক্য এবং বিধবা ভাতা পাননি।

নমিতা বাউড়ি।নিজস্ব চিত্র

এই বর্ষাকালে তারা তাদের ঘরে থাকতে পারেন নি।সমস্যায় পড়তে হচ্ছে তাদের,রাতের বেলায় আতঙ্ক গ্রাস করে পরিবারের সদস্যদের। টালি দিয়ে জল পরছে দীর্ঘদিন ধরেই।তারা আতঙ্ক নিয়ে ঘরে বসবাস করছেন।বর্ষায় যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।তাই তাদের সেই ক্ষোভ অভিযোগ রাত থেকে লাইন দিয়ে তারা মহকুমাশাসকের দফতরে জানাতে এসেছেন।

রুমা গড়াই নামে এক অভিযোগকারী বলেন , “আমার ঘর ছেড়ে ছেড়ে পরছে।বৃষ্টি হলে ঘরে জল পড়ে।ঘর ভেঙে পুনরায় ঘর করতে হবে।সে কারণে রাত একটা থেকে অভিযোগ জানাতে লাইনে এসে দাঁড়িয়েছি।”এছাড়াও তিনি বলেন বারবার কাউন্সিলরকে জানিয়েও কোন কাজ হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here