নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর উপর হামলার প্রতিবাদে বহরমপুরে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল ।শুক্রবার বহরমপুর গির্জা মোড়ে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়িকা ফিরোজা বেগম, মৌসুমী বেগম, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মাহফুজ আলম এবং স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা। সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরাসে তরুণীকে গনধর্ষণ করে নারকীয় অত্যাচার চালানো হয় ,যার কারণে মৃত্যু হয় ঐ তরুণীর । এই ঘটনার জেরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অধীর চৌধুরী।
কিন্তু উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন বৃহস্পতিবার তাদের কে আটকে দেয় এবং রাহুল গান্ধীকে ধাক্কা দেওয়া হয় ,এমনই অভিযোগ উঠে আসে। রাহুল গান্ধীর উপরে হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় ।
আরও পড়ুনঃ দোষী ব্যক্তির গ্রেফতারের দাবীতে বিক্ষোভ বালুরঘাটে
শুক্রবার এই ঘটনার প্রতিবাদে জেলা কংগ্রেস কার্যালয় থেকে গির্জার মোড় পর্যন্ত মিছিল করে কংগ্রেসের বিক্ষোভ পথসভার আয়োজন করা হয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি প্রতিবাদ মিছিল হয় ফরাক্কায় কংগ্রেসের বিধায়ক মইনুল হকের নেতৃত্বেও।
আরও পড়ুনঃ কুসংস্কার সচেতনতায় পথে নেমে প্রচারে রানীনগর ২ ব্লকের বিডিও
কেন্দ্রের ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উপর একাধিক অভিযোগ আনা হয় এবং ধর্ষিতা সরকার বলে আক্রমণ করা হয় কেন্দ্রীয় সরকারকে । এই মিছিল শুরু হয় ফরাক্কার গঙ্গা ঘাট থেকে, শেষ হয় ফরাক্কা বাজারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584