নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সাত সকালে হাতির হানায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের খরিগেরিয়া এলাকায়।জানা গিয়েছে মৃত মহিলার নাম গীতা ঘোষ, বয়স আনুমানিক ৪০ বছর ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী জঙ্গল থেকে এদিন সাত সকালে আলুর জমিতে ঢুকে পড়ে একটি দাঁতাল। জমিতে আলু দেখতে গিয়ে হাতির সামনে পড়ে যায় ওই মহিলা। এরপরই মহিলাকে শুঁড়ে তুলে আছাড় দেয় দাঁতালটি।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় দুয়ারে সরকার কর্মসূচির আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার তাজা বোমা
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে পৌঁছোয় এক্সট্রিম বন বিভাগের কর্তারা । এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়, পাশাপাশি হাতির হানায় মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584