নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ফের পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বালুঘাটা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় এক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল হলদিয়া টাউনশিপ এলাকার বাসিন্দা খুকুমণি সামন্ত নামে এক মহিলার, বয়স আনুমানিক ৩২ বছর।

আরো জানা যায় হলদিয়া টাউনশিপ থেকে নরঘাট রাস্তা যাওয়ার বালুঘাটা মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা সাইকেল আরোহীরকে ধাক্কা মারে।এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত হয়ে পড়ে আমজনতা। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।

এলাকাবাসীর দাবি স্থানীয় এক বালি খাদান থেকে ওভারলোড বালি বোঝাই করে চলাচল করে গাড়ি গুলি, যার ফলে এই বিপত্তি। অবিলম্বে এর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। পরে হলদিয়া থানার পুলিশ আশ্বাসে অবরোধ ওঠে। তবে এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584