শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
সময়ের সাথে হারিয়ে যেতে বসেছে ফুটবল। বিশেষ করে গ্রামের মহিলাদের ফুটবল খেলা। শুনে হয়তো অনেকেই অবাক হবেন।
“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটববল”- এই ঐতিহ্যকে ধরে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের অন্তর্গত এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ‘আমরা কজন’ ক্লাব এর পরিচালনা ও ব্যবস্থাপনায় এ দিন এক মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
খেলার উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ক্রীড়া প্রেমী মানুষ।
উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ প্রসাদ, এলাহাবাদ পঞ্চায়েতের উপপ্রধান পার্থপ্রতিম মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী সুরজিৎ ঘোষ।
আরও পড়ুনঃ হিট রোহিত, রাহানে থামলো শতরানে
ছিলেন মহিলা ফুটবল খেলার উদ্যোক্তা আব্দুল গফুর মিঞা এবং জেলার আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বিষয়ে সহ-সভাপতি গণেশ প্রসাদ বলেন, “গ্রাম-গঞ্জ থেকে ফুটবল খেলা প্রায় বন্ধ হতে বসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের ফুটবল খেলার মতো এই অভিনব উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বিষয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584